নারায়ণগঞ্জ সিটি নিবার্চনে নৌকা পেলেন আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। শুক্রবার ( ৩ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও দলের সংসদীয় বোর্ডের সভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মনোনয়ন বোর্ডের সদস্য জাহাঙ্গীর কবির নানক। এদিকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দলীয় প্রার্থী হতে চার জন নেতার নাম আসে কেন্দ্রে। এর মধ্যে থেকে আবারও বেছে নিয়েছেন আইভীকে আওয়ামী লীগের হাইকমান্ড।

Back to top button