ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আ'গুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গীর মুন্নু গেট এলাকায় একটি চলন্ত মাইক্রোবাসে অ'গ্নিকা'ণ্ডের ঘটনার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

জানা গেছে, মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় গাজীপুর থেকে ঢাকাগামী মাইক্রোবাসটি মুন্নু গেট এলাকায় কামা'রপাড়ার দিকে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ রোডের মাঝখানে বিকল হয়ে আ'গুন ধরে যায়। এ সময় গাড়ির ভেতরে থাকা চালক ও যাত্রীরা দ্রুত নেমে পড়েন। একই সঙ্গে পুরো গাড়িটি পুড়ে যায়। এ সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আ'গুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. কবিরুল ইস'লাম জানান, এ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অল্প সময়ের মধ্যে আ'গুন নিয়ন্ত্রণে আনা হয়। ধারণা করা হচ্ছে গাড়ির ইঞ্জিনের প্লাগে শর্ট সার্কিট থেকে আ'গুনের সূত্রপাত হয়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

Back to top button