জমকালো আয়োজনে বিয়ে হলো তাদের
পিরোজপুরের স্বরূপকাঠিতে জমকালো আয়োজনে খর্বাকৃতির বর-কনের বিয়ে হয়েছে। বৃহস্পতিবার বিকালে এক লাখ টাকার দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়। বর মো. আল আমীনের (২৪) উচ্চতা প্রায় ৪০ ইঞ্চি এবং ছামিয়া আক্তার সাম্মির (২১) উচ্চতা ৩০ ইঞ্চি।
আল আমীন স্বরূপকাঠি সদর ইউনিয়নের উত্তর শর্ষিনা গ্রামের ভাঙাড়ি ব্যবসায়ী আব্দুল হামেদের ছে'লে। আর সাম্মি সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারি গ্রামের মো. শাহ'জাহান মিয়ার কন্যা।
জানা গেছে, আল আমীনের দুই ভাই বিয়ে করে সংসারি হলেও শারীরিকভাবে খর্বাকৃতির হওয়ায় তাকে নিয়ে পরিবার চিন্তিত ছিল। অ'পরদিকে মে'য়ের জন্য কোনো বর পাচ্ছিলেন না শাহ'জাহান মিয়া।
অবশেষে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের ব্যবস্থা করা হয়। বিয়ের দিন গ্রামের লোকজন খর্বাকৃতির এ দম্পত্তিকে একনজর দেখতে ভিড় করেন।
কনের বাবা শাহ'জাহান মিয়া জানান, মে'য়ের উচ্চতা কম হওয়ায় তিনি পাত্র পাচ্ছিলেন না। পাত্রের খোঁজ পেয়ে উভ'য়পক্ষ দিনক্ষণ ঠিক করে বৃহস্পতিবার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন।
বরের বাবা আব্দুল হামেদ বলেন, আশা করি আল্লার রহমতে পুত্র ও পুত্রবধূ সুখেই থাকবে।