পরাজিত হয়ে ম'সজিদ ভেঙে নিলেন ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলের সখীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হেরে ইউনিয়ন কমপ্লেক্সের ওয়াকফ করা জমিতে টিনের তৈরি একটি ম'সজিদ ভেঙে নিয়ে গেছেন বহুরিয়া ইউপি চেয়ারম্যান গো'লাম কিবরিয়া সেলিম। গত ১১ নভেম্বর ওই ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন বর্তমান চেয়ারম্যান গো'লাম কিবরিয়া (নৌকা প্রতীক)। নির্বাচনে তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরে আলমের কাছে পরাজিত হন। নতুন চেয়ারম্যান এখনো শপথ গ্রহণ করেননি। গো'লাম কিবরিয়া উপজে'লা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিনের ছে'লে। নির্বাচনে হেরে তার ম'সজিদ ভেঙে নেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালে উপজে'লার বহুরিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে গো'লাম কিবরিয়া চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালের দিকে ওই ইউনিয়ন কমপ্লেক্সের জমিতে পারিবারিক অর্থায়নে টিন দিয়ে একটি ম'সজিদ তৈরি করেন চেয়ারম্যান। ১১ নভেম্বরের নির্বাচনে তিনি বিদ্রোহী প্রার্থী নুরে আলমের কাছে হেরে যান। হেরে যাওয়ার ক্ষোভে গত মঙ্গলবার তিনি টিনের তৈরি ম'সজিদ ভেঙে ট্রাকে করে নিয়ে যান বলে জানান গ্রামবাসী।

ম'সজিদের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা সরোয়ার আলম বলেন, ‘ম'সজিদটি ভেঙে নেওয়ার ঘটনায় ইউনিয়নবাসীর সম্মান ক্ষুণ্ন হয়েছে। তিনি কাজটি ভালো করেননি। ওই স্থানে আম'রা গ্রামবাসী মিলে একটি পাকা ম'সজিদ স্থাপন করব।’ অ'ভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান গো'লাম কিবরিয়া বলেন, ‘ আমা'র বি'রুদ্ধে আনীত অ'ভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমা'র খালাতো ভাই ইব্রাহিম হোসেনের ব্যক্তিগত টাকায় ওই ম'সজিদ টিন দিয়ে তৈরি করা হয়েছিল। কয়েক মাস ধরে ওই স্থানে কেউ নামাজ আদায় করছেন না। খালাতো ভাইয়ের অনুমতি নিয়েই ম'সজিদটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।’

নবনির্বাচিত চেয়ারম্যান নুরে আলম বলেন, ‘আমি এখনো শপথ নিইনি। ইউনিয়ন কমপ্লেক্সের ওয়াকফ করা জমিতে যেহেতু ম'সজিদটি নির্মাণ করা হয়েছিল, অ'তএব ওই ম'সজিদ ভেঙে নেওয়ার অধিকার ওই চেয়ারম্যানের নেই। আম'রা ওই স্থানে একটি পাকা ম'সজিদ নির্মাণ করব।’ উপজে'লা ই'মাম সমিতির সাধারণ সম্পাদক আবদুল লতিফ প্রথম আলোকে জানান, ম'সজিদ তিনি ভাঙতে পারেন না। কাজটি তিনি ভালো করেননি। এ ধরনের কাজ ইস'লাম সম'র্থন করে না।

Back to top button