মা'দকাসক্ত ছে'লেকে পু'লিশে দিল বাবা-মা

লালমনিরহাটের সদর উপজে'লায় মা'দকের টাকা না পেয়ে বাড়ির জিনিসপত্র ভাঙচুর করায় সন্তান রবি চৌধূরীকে (২১) পু'লিশের হাতে তুলে দিয়েছেন বাবা-মা। সোমবার সন্ধ্যায় জে'লার সদর উপজে'লা শহরের রেলওয়ে নিউ কলোনী এলাকায় এমন ঘটনা ঘটে।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আ'দালতের মাধ্যমে অ'ভিযু'ক্ত ছে'লেকে ১ বছরের বিনাশ্রম কারাদ'ণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আ'দালতের বিচারক ও উপজে'লা নির্বাহী অফিসার (ভা'রপ্রাপ্ত) রুবেল রানা এ রায় প্রদান করেন।

পু'লিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে মা'দকে আসক্ত অবস্থায় বাড়িতে এসে ঘরের জিনিসপত্রসহ অনেক কিছু ভাংচুর করতেন রবি চৌধূরী। পরে পু'লিশকে খবর দিয়ে তাকে মা'দক সেবনের সময় তাকে ধরিয়ে দেন। পরে ভ্রাম্যমান আ'দালত বসিয়ে ভ্রাম্যমান আ'দালতের বিচারক ও উপজে'লা নির্বাহী অফিসার (ভা'রপ্রাপ্ত) রুবেল রানা এক বছরের জে'ল দিয়ে কারাগাড়ে পাঠান।

সাজা'প্রাপ্ত রবি চৌধূরী জে'লা শহরের রেলওয়ে নিউ কলোনীর বাবলু মিয়া ও রেজিয়া বেগম দম্পতির ছে'লে। সাজা'প্রাপ্ত রবির বাবা বাবলু মিয়া জানায়, প্রতিটা দিন নে'শার টাকার জন্য বাড়িতে হাড়ি-পাতিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে আসছিল তাদের ছে'লে রবি। তার অ'ত্যাচারে বাসার সবাই অ'তিষ্ঠ হয়ে পড়েছি। তাই বাধ্য হয়েই তাকে আম'রা আ'ট'ক করে পু'লিশের কাছে জমা দেই।

লালমনিরহাট সদর উপজে'লা নির্বাহী অফিসার (ভা'রপ্রাপ্ত) ও ভ্রাম্যমান আ'দালতের বিচারক রুবেল রানা জানান, বাবা ও মায়ের অ'ভিযোগ থাকায় এবং গাঁজার তৈরী সিগারেট ও তিন পুড়িয়া গাঁজা পাওয়ায় ধৃত আসামীকে সর্বোচ্চ এক বছরের কারাদ'ন্ড প্রদান করা হয়েছে।

Back to top button