রাজধানীর নাজিরা বাজারে জুতার কারখানায় আ'গুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর নাজিরা বাজারে জুতার কারখানায় আ'গুন লাগার লেগেছে। শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ৬টার দিকে আ'গুন লাগার খবর পাওয়া গেছে। আ'গুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। তাৎক্ষণিক ভাবে আ'গুন লাগার কারণ ও আ'গুন লাগার সূত্রপাত জানা যায়নি।

নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সাড়ে পাঁচটার দিকে পুরান ঢাকার নাজিরাবাজারের তাইয়েবা হোটেলের পাশে ১০ তলা ভবনের দ্বিতীয় তলায় জুতা তৈরির একটি কারখানায় আ'গুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আ'গুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আ'গুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Back to top button