বন্ধ ঘর থেকে মা-মে'য়ের গলাকা'টা লা'শ উ'দ্ধার
জামালপুরের মেলান্দহ পৌরসভা'র গোবিন্দপুর গাড়োয়ালপাড়া গ্রাম থেকে শনিবার (১ জানুয়ারি) জয়ফল বেগম (৫৫) ও তার মে'য়ে স্বপ্না বেগমের (২৫) গলাকা'টা লা'শ উ'দ্ধার করেছে পু'লিশ। জয়ফল বেগম মৃ'ত আকমল চৌধুরীর স্ত্রী'।
.প্রতিবেশীরা জানান, আকমল চৌধুরীর দুই ছে'লে মিলন চৌধুরী ও মিস্টার চৌধুরী ওমান প্রবাসী। আরেক ছে'লে জহুরুল ইস'লাম বাড়িতেই থাকেন। বোন স্বপ্নার বিয়ে হয়েছিল যশোরে। কিন্তু স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়।
জহুরুল ইস'লামের সঙ্গে তার মা-বোনের কলহ হয়। এ নিয়ে একই বাড়ির আঙ্গিনায় বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেয়। দুইদিন আগে জহুরুল ইস'লাম স্ত্রী'কে নিয়ে বাড়ি থেকে চলে যায়। এরপর থেকে ঘরের দরজা জানালা বন্ধ ছিল। এদিকে দুইদিন ধরে ওমান থেকে জয়ফলের ছে'লেরা ফোনে না পেয়ে বিচলিত হয়ে পড়েন।
একপর্যায়ে ওমান থেকে দুই ভাই তাদের মামা মানিককে ফোন দেন। পরে মানিকসহ অন্য স্বজনরা এসে দরজা ভেঙে ঘরে মধ্যে গলাকা'টা লা'শ দেখতে পান। খবর পেয়ে পু'লিশ লা'শ উ'দ্ধার করে থা'নায় নিয়ে যায়। এ ঘটনায় সস্ত্রী'ক জহুরুল ইস'লামকে পু'লিশ হেফাজতে নিয়েছে।