ভালো কাজের আশায় ভা'রত গিয়ে একই পরিবারের ৩ জনের সর্বনাশ

ভালো কাজের আশায় ভা'রত গিয়ে পু'লিশের হাতে আ'ট'ক হয়ে তিন বছর কারাভোগ শেষে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে একই পরিবারের ৩ জন নারী-পুরুষ। শনিবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় ভা'রতের পেট্রাপোল ইমিগ্রেশন পু'লিশ বেনাপোল ইমিগ্রেশন পু'লিশের কাছে তাদের হস্তান্তর করেন।

ফেরত আসারা হলো জেসমিন খাতুন (৩৯), লোকমান হোসেন (৪৪) ও তার ছে'লে মোঃ রাছেল আলী (২০)। এরা সবাই এই পরিবারের সদস্য। এদের সকলের বাড়ি খুলনা জে'লার রূপসা থা'না এলাকায়।
ফেরত আসা জেসমিন খাতুন বলেন অভাব অনটনের সংসারে ভালো কাজের আশায় তিন বছর আগে ভা'রতে যাই। এরপর সেখানে বাসা বাড়িতে কাজ করার সময় তারা সে দেশের পু'লিশের কাছে আ'ট'ক হয়ে জে'ল খানায় যাই। সেখান থেকে একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মোঃ রাজু আহম্মেদ জানান, এরা ভালো কাজে আশায় ভা'রতে ব্যাঙ্গালারু শহরে তিন বছর আগে পাড়ি জমায়। এরপর সেখানকার পু'লিশের কাছে ধ'রা পড়ে জে'ল হাজাতে যায়। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এরা আজ দেশে ফিরে এসেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে এদের বেনাপোল পোর্ট থা'নায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা ছাড়িয়ে পরিবারের কাছে হস্তান্তর করবেন।

রাইটস যশোর এর কর্মক'র্তা তৌফিক আহমেদ বলেন, এরা ভা'রতে ভাল কাজের আশায় সীমান্ত পথে পাচার হয়। এরপর সেখানে পু'লিশের কাছে আ'ট'ক হওয়ার পর এনজিও সংস্থা নেস বাংলা শেল্টার হোমের মাধ্যমে জে'ল থেকে বের হয়ে ওই হোমে থাকে। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি চালাচালির এক পর্যায়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ দেশে ফিরেছে। বেনাপোল পোর্ট থা'নার আনুষ্ঠানিকতা শেষে এদের যশোর রাইটর এর হোমে রেখে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Back to top button