উখিয়ায় রোহিঙ্গা শি'বিরের করো'না হাসপাতা'লে আ'গুন

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শি'বিরে একটি করো'না হাসপাতা'লে অ'গ্নিকা'ণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে এপিবিএনের পু'লিশ ও ফায়ার সার্ভিসের দলসহ ক্যাম্পের লোকজন এগিয়ে এসে আ'গুন নেভাতে চেষ্টা চালাচ্ছে।

রবিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে উখিয়া বালুখালী ২০ ক্যাম্পের জাতিসংঘের অ'ভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করো'না হাসপাতা'লে অ'গ্নিকা'ন্ডের ঘটনা ঘটে। আর্মড পু'লিশ ব্যাটালিয়ন- ১৪ (এপিবিএন) এর অধিনায়ক নাইমুল হক বিষয়টি নিশ্চত করেছেন ।

তিনি বলেন, উখিয়া বালুখালী ক্যাম্পে জাতিসংঘের অ'ভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করো'না হাসপাতা'লে আ'গুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন পৌছে আ'গুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। এখনো আ'গুন নেভাতে চেষ্টা চলছে। তবে কিভাবে অ'গ্নিকা'ন্ড ঘটেছে সেটি এই মূর্হতে নিশ্চিত হওয়া যায়নি। সেখানে পু'লিশ কাজ করছে।

Back to top button