টাঙ্গাইলে এতিম'দের সঙ্গে জে'লা প্রশাসকের ইফতার

টাঙ্গাইলে এতিম শি'শুদের সঙ্গে ইফতার করেছেন জে'লা প্রশাসক ড. মো. আতাউল গনি।রোববার (৩ এপ্রিল) শহরের সরকারি শি'শু পরিবার বালিকা প্রাঙ্গণে জে'লা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন পু'লিশ সুপার সরকার মোহাম্ম'দ কায়সার, টাঙ্গাইল পৌরসভা'র মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজে'লা নির্বাহী কর্মক'র্তা রানুয়ারা খাতুন, জে'লা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ আলম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ প্রমুখ।

Back to top button