মেডিকেলে সুযোগ পেয়েও ভর্তি নিয়ে অনিশ্চয়তায় জে'লেপল্লীর মা'রুফা
সদ্য অনুষ্ঠিত এমবিবিএস ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ৭৪ স্কোর নিয়ে মেধা তালিকায় ৩৫৩৪তম স্থান পেয়েছেন সাতক্ষীরার তালা উপজে'লার জেয়ালা গ্রামের জে'লেপল্লীর অদম্য মেধাবী তরুণী মা'রুফা খাতুন। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজে সুযোগ পেয়েও তার ভর্তি অনিশ্চয়তার মুখে পড়েছে।
জেয়ালা নলতা জে'লেপল্লীর মৎস্যজীবী আজিত বিশ্বা'স ও গৃহিণী তাসলিমা বেগমের তিন সন্তানের মধ্যে মা'রুফা খাতুন সবার বড়। মা'রুফা খাতুন শহীদ আলী আহম্মাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে তিনি তালা মহিলা কলেজে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে এইচএসসির গণ্ডি পার হন।
মা'রুফার বাবা আজিত বিশ্বা'স নদীতে মাছ ধরে পাঁচ সদস্যের পরিবারের জীবিকা নির্বাহ করেন। মে'য়ের পড়াশোনার খরচ যোগাতে বরাবরই তাকে হিমশিম খেতে হয়। এ অবস্থায় মেডিকেলে মা'রুফার ভর্তি খরচ, বই-খাতাসহ সাতক্ষীরায় স্থা'নান্তরের জন্য প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা প্রয়োজন। এই টাকা এখন কী'ভাবে জোগাড় করবেন তা তিনি বুঝ উঠতে পারছেন না।
মা'রুফার মা তাসলিমা খাতুন বলেন, “আমা'র মে'য়ে মেডিকেলে চান্স পেয়েছে। শুনেছি ডাক্তারি পড়তে অনেক টাকা লাগে। কিন্তু টাকার অভাবে মে'য়েটা মেডিকেলে ভর্তি হতে পারবে কি-না জানি না।”
যাকে ঘিরে পরিবারের এত উৎকণ্ঠা, সেই মা'রুফা খাতুন বলেন, “দরিদ্র পরিবারের মে'য়ে হয়েও অনেক ক'ষ্ট করে পড়াশোনা করেছি। নিজের স্বপ্ন পূরণের চেষ্টা করেছি, মা বাবা ও শিক্ষকদের মুখ উজ্জ্বল করতে পেরেছি। পড়ালেখার শুরুতেই ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। ভর্তি রেজাল্টে নামও এসেছে। কিন্তু আমাকে মেডিকেলে পড়ানোর সাধ্য তো বাবা-মায়ের নেই।”
তালা মহিলা কলেজের ভা'রপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইস'লাম বলেন, “২০২১-২০১২ শিক্ষাবর্ষের মেডিকেলে ভর্তি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে তালা মহিলা কলেজের ছা'ত্রী মা'রুফা খাতুন সাতক্ষীরা মেডিকেল কলেজে ও সুপ্রিয় রায় প্রিতু রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। এদের মধ্যে মা'রুফার পরিবারের আর্থিক অবস্থা ভাল না। কিন্তু মে'য়েটি খুব মেধাবী। তার লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সমাজের বিত্তবানদের উচিত মা'রুফার পাশে দাঁড়ানো, তাকে সহযোগিতা করা।”