সদরঘাটের গ্রেটওয়াল মা'র্কে'টে ভ'য়াবহ আ'গুন
রাজধানীর সদরঘাটে একটি মা'র্কে'টে লেগেছে। আ'গুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। শুক্রবার (৮ এপ্রিল) রাত আটটায় গ্রেটওয়াল নামের ওই মা'র্কে'টে এ আ'গুন লাগার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভা'রপ্রাপ্ত কর্মক'র্তা (মিডিয়া) শাহ'জাহান সিকদার জানান, শুক্রবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে অ'গ্নিকা'ণ্ডের খবর পেয়ে পাঁচ মিনিটের মা'থায় ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আ'গুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার ফাইটাররা। তাৎক্ষনিক আ'গুন লাগার কারণ জানা যায়নি।