অবশেষে টিএসসিতে নামাজ আদায় করলেন ছা'ত্রীরা
ঈ'মানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নামাজ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বার বার নামাজের তাগিদ পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে প্রশাসনের বাধা উপেক্ষা করে যোহরের সালাত আদায় করেছেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরের পর নামাজের জন্য নির্ধারিত স্থানের এক পাশে সালাত আদায় করেন ছা'ত্রীরা।
এর আগে, ছে'লেদের নামাজের স্থানের এক পাশে পর্দা দিয়ে ছা'ত্রীরা তাদের জন্য নামাজের স্থান তৈরি করে নেন। পরে টিএসসির পরিচালক সৈয়দ আলী আকবরসহ অন্য কর্মক'র্তারা ছা'ত্রীদের নামাজ পড়তে বাধা দেন। বিষয়টি নিয়ে সেসময় উত্তে'জনা দেখা দেয়।
সৈয়দ আলী আকবর বলেন, টিএসসিতে ছা'ত্রীদের নামাজ পড়ার বিষয়ে প্রশাসন এখনো অনুমতি দেয়নি।
শিক্ষার্থীরা বলছেন, টিএসসিতে ছে'লেদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা থাকলেও মেয়েদের জন্য কোনো ব্যবস্থা নেই। অথচ বিভিন্ন কর্মসূচিসহ নানাবিধ কারণে নারী শিক্ষার্থীরাও টিএসসিতে অবস্থান করেন। এছাড়াও রমজান মাসে টিএসসিভিত্তিক সংগঠনসমূহ এবং বিভিন্ন জে'লা ছাত্রকল্যাণ সমিতি ইফতার কর্মসূচি দিয়ে থাকে। কিন্তু ইফতারের পরে নামাজের ব্যবস্থা না থাকায় অনেক নারী শিক্ষার্থী এসব কর্মসূচিতে অংশগ্রহণ করা থেকে বঞ্চিত হয়।
এদিকে ছা'ত্রীদের নামাজ আদায় করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে টিএসসি। ঘটনাস্থলে টিএসসির উপদেষ্টা ড. শিকদার মনোয়ার মুর্শেদের নেতৃত্বে ভা'রপ্রাপ্ত পরিচালক সৈয়দ আলী আকবর, উপ-পরিচালক ফারজানা বাসারসহ কয়েকজন কর্মক'র্তা শিক্ষার্থীদের সাথে কথা বলেন। দীর্ঘ দুই ঘণ্টা আলোচনার পর প্রশাসনের পক্ষ থেকে ১০ দিনের সময় চাওয়া হলে তা দিতে আ'পত্তি জানায় শিক্ষার্থীরা।