শ্বশুরবাড়ির লোকের নি'র্যাতনে গর্ভের সন্তান নষ্ট হলো নারীর!
নওগাঁর মহাদেবপুর উপজে'লায় শাপলা বানু (২৩) নামে অন্তঃসত্ত্বা নারীকে শারীরিক নি'র্যাতনের অ'ভিযোগ উঠেছে স্বামীর স্বজনদের বি'রুদ্ধে। এতে ওই নারীর গর্ভের পাঁচ মাসের সন্তান নষ্ট হয়ে গেছে। এখন তিনি নওগাঁ সদর হাসপাতা'লের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন।
শাপলা বানু নওগাঁ সদর উপজে'লা বলিহার ইউনিয়নের কুরমইল গ্রামের আব্দুস সাত্তারের মে'য়ে। তার স্বামী বায়েজিদ চৌধুরীর (২৫) বাড়ি মহাদেবপুর উপজে'লার শরিফপুর গ্রামে। তার বাবার নাম খইবর চৌধুরী।
খোঁজ নিয়ে জানা গেছে, শাপলা বানু ঢাকায় পোশাক কারখানায় কাজ করতেন এবং বায়েজিদ চৌধুরী রডের মিস্ত্রী'। ২০১৬ সাল থেকে তাদের মধ্যে ভালবাসার স'ম্পর্ক গড়ে ওঠে। এ স'ম্পর্ক থেকে ২০২০ সালে তারা গো'পনে বিয়ে করেন। মে'য়ের পরিবার বিয়ের বিষয়টি জানলেও ছে'লের পরিবার বিষয়টি জানতো না। বিয়ের পর থেকে শাপলা তার বাড়িতে থাকতেন। সেখানে বায়েজিদ চৌধুরী খরচ বহন করতেন।
গত তিন মাস থেকে শাপলার সঙ্গে যোগাযোগ কমিয়ে খরচও বন্ধ করে দেন বায়েজিদ। এর মধ্যে বায়েজিদের এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন শাপলা। তার কাছ থেকে জানতে পারেন বায়েজিদ কয়েকদিন আগে খঞ্জনপুরে দ্বিতীয় বিয়ে করেছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য গত শুক্রবার (৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে শাপলা তার স্বামী বাড়িতে যান। সেখানে গেলে শাপলা যে বায়েজিদের স্ত্রী' তা সবাইকে জানান। তবে বিষয়টি অস্বীকার করে ক্ষিপ্ত হয়ে বায়েজিদের চাচাতো ভাই নাজমুল চৌধুরী ও চাচা কুদ্দুস চৌধুরী তাকে নি'র্যাতন করাসহ পেটে লাথি মা'রেন। এতে গুরুতর আ'হত হন শাপলা। পরে খবর পেয়ে শাপলাকে তার চাচাতো ভাই নুরুল ইস'লাম উ'দ্ধার করে বাড়ি আনেন। অবস্থা বেশি খা'রাপের দিকে গেলে রোববার (১০ এপ্রিল) নওগাঁ সদর হাসপাতা'লে গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার সন্তান নষ্ট হয়ে গেছে বলে চিকিৎসক নিশ্চিত করেন।
ভুক্তভোগী গৃহবধূ শাপলা বানু বলেন, দুই বছর আগে আম'রা গো'পনে বিয়ে করি। কিন্তু বিষয়টি স্বামীর পরিবার জানতো না। এরপর আমি বাবার বাড়িতে থাকতাম। স্বামী বায়েজিদ চৌধুরী নিয়মিত খরচ বহন করতো। তার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বললে বিভিন্ন তালবাহানা করতো। গত তিনমাস থেকে সে যোগাযোগ কমিয়ে দেয়। এমনকী' ঠিকমতো খরচও দিতো না। তার এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করা হলে সে বিয়ে করেছে বলে জানায়।
তিনি বলেন, বিষয়টি জানার পর স্বামীর বাড়িতে গিয়েছিলাম স্ত্রী'র অধিকার পেতে। কিন্তু উল্টো আমাকে স্বামীর চাচাতো ভাই নাজমুল চৌধুরী ও চাচা কুদ্দুস চৌধুরী নি'র্যাতন করে পেটে লাথি মা'রে। এতে অ'সুস্থ পড়লে আমাকে উ'দ্ধার করে বাড়িতে নেওয়া হয়। অবস্থা বেশি গুরুতর হওয়ায় হাসপাতা'লে নেওয়া হয়। আমা'র গর্ভে থাকা পাঁচ মাসের সন্তানও নষ্ট হয়েছে। আমি আমা'র সন্তান হ'ত্যার বিচার ও স্ত্রী'র স্বীকৃতি চাই।