স'ন্ত্রাসীদের গু'লিতে বাবার কোলে থাকা মে'য়ে নি'হত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজে'লায় স'ন্ত্রাসীদের গু'লিতে জান্নাতুল ফেরদাউস তাসফিয়া (৪) নামের এক শি'শু নি'হত হয়েছে। গু'লিবিদ্ধ হয়েছে তার বাবা প্রবাসী মা'ওলানা আবু জাহের।

বুধবার বিকেল উপজে'লার পূর্ব হাজীপুর গ্রামে মালেকার বাপের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। বেগমগঞ্জ মডেল থা'নার ভা'রপ্রাপ্ত কর্মক'র্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে পু'লিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ধনু নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আ'ট'ক করা হয়েছে। অ'ভিযু'ক্তদের গ্রে'প্তারে অ'ভিযান চালানো হচ্ছে।

পু'লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব হাজীপুর গ্রামের রাশেদ মিয়ার বাড়ির মো. আলম পার্শ্ববর্তী দূর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাদশার কাছে মাটি বিক্রি করে। কিন্তু বাদশা চুক্তির চেয়ে অ'তিরিক্ত মাটি কে'টে নিতে চাইলে তাতে বাধা দেয় আলম ও তার বাড়ির লোকজন, এনিয়ে উভ'য় পক্ষের মধ্যে বিরোধ চলে। এক পর্যায়ে বুধবার বিকেলে বাদশা তার ভাড়াটিয়া ৫-৬জন স'ন্ত্রাসী নিয়ে মালেকার বাপের দোকান এলাকায় আসে। ঘটনাস্থলে এসেই এলোপাতাড়ি গু'লি ছুড়তে থাকে স'ন্ত্রাসীরা। এসময় দোকান থেকে জুস নিয়ে বের হওয়ার সময় বাবার কোলে থাকা শি'শু তাসফিয়া ও তার বাবা জাহের গু'লিবিদ্ধ হয়।

তাদেরকে উ'দ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতা'লে ভর্তি করানো হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতা'লে নেয়ার পথে কুমিল্লায় মা'রা যায় তাসফিয়া।

Back to top button