মেডিকেলে চান্স পাওয়া সাবিনার দিন কাটছে দুশ্চিন্তায়

দরিদ্র পরিবারের মে'য়ে সাবিনা খাতুন। তার বাবা পেশায় দিনমজুর। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি তিনি। দিনমজুরি করে যা আয় করেন তা দিয়ে চলে পাঁচজনের সংসার। পাঁচ শতক জমির ভিটেমাটি, একটি গরু ও কয়েকটি ছাগল তাদের একমাত্র সম্পদ। নিয়মিত দারিদ্র্যের সঙ্গে ল'ড়াই করা সাবিনা এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এতে পরিবারের সবাই খুশি হলেও পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে সাবিনার। অনিশ্চিত হয়ে পড়েছে তার ডাক্তার হওয়ার স্বপ্ন।

ঠাকুরগাঁও সদর উপজে'লার চিলারং ইউনিয়নের আরাজি ঝাড়গাঁও গ্রামের আনিসুর রহমানের মে'য়ে সাবিনা খাতুন। তিন ভাই-বোনের মধ্যে বড় তিনি। ছোট বোন নাসরিন ষষ্ঠ শ্রেণিতে আর ছোট ভাই নাহিদ পঞ্চ'ম শ্রেণিতে পড়াশোনা করছে। ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন বুনছিলেন সাবিনা। সংসারে অভাব লেগে থাকলেও কখনো পিছপা হননি স্বপ্ন থেকে। স্বপ্ন পূরণের লক্ষে এগিয়ে চলেছেন সব অভাব ও ক'ষ্ট'কে পাড়ি দিয়ে। পিইসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। প্রত্যেক পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।

স্কুল শিক্ষকদের সহযোগিতা, মায়ের অনুপ্রেরণা, নিজের মেধা ও শ্রমের সমন্বয়ে এবার ২০২১-২০২২ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সাবিনা। প্রাপ্ত ফল অনুযায়ী তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে সংসারে আর্থিক টানাপোড়নের কারণে তার মেডিকেলে পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তায় সময় কাটছে পরিবারের সকলের।এ বিষয়ে সাবিনার বাবা আনিসুর রহমান বলেন, আমা'র মে'য়ে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে। তাই বাসার সবাই খুশি। গ্রামের মানুষেরা দেখতে আসতেছে। কিন্তু আমি হাসতে পারছি না। যখনি মনে হচ্ছে টাকার অভাবে মাইয়াটার স্বপ্ন শেষ হইয়া যাবে, বুকটা ধড়ফড় করতেছে। আমা'র মে'য়ে অনেক ক'ষ্ট করে পড়ালেখা করছে। কখনো একটা প্রাইভেট পড়াতে পারিনি।

মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া সাবিনা খাতুন বলেন, আমি মেডিকেলে ভর্তির সুযোগ পাইছি, এটা আমা'র মতো মে'য়ের জন্যে অনেক বড় পাওয়া। আমা'র বাবা অ'সুস্থ মানুষ। এখন আর কাজ করতে পারেন না। জানি না পড়ালেখা কতদূর আর করতে পারব। আমা'র পরিবার বেশ গরিব। তাই কখনো প্রাইভেট খরচ নেওয়ার সুযোগ ছিল না। তবে স্কুলশিক্ষকরা আমাকে বিনা বেতনে পড়াতেন। সবসময় ভালো পরাম'র্শ দিতেন। আর প্রতি মুহূর্তে পড়ালেখা চালিয়ে যাওয়ার সাহস ও প্রেরণা পেয়েছি মায়ের কাছে।

সাবিনার মা বিউটি আক্তার বলেন, সাবিনা ছোটবেলায় খুব অ'সুস্থ হয়ে পড়ে। তখন ঠাকুরগাঁওয়ে শি'শু ডাক্তার শাহ'জাহান নেওয়াজের কাছে নিয়ে যাই। তিনি আমা'র মে'য়ের চিকিৎসা দেন। আমা'র মে'য়ে সুস্থ হয়ে ওঠে। কিন্তু সেদিন ডাক্তার নেওয়াজ আমাদের কাছে কোনো টাকা নেননি। তখন তার মহৎকর্ম আমাকে প্রভাবিত করে। তখন থেকেই ইচ্ছা ছিল আমা'র এই মে'য়ে ডাক্তার হবে। স্বপ্নের দিকে অনেকদূর এগিয়েছি। তবে এখন ভ'য় হচ্ছে, টাকার অভাবে সেই স্বপ্ন যেন অসম্পূর্ণ না থেকে যায়।

ঝাড়গাঁও গ্রামের বাসিন্দা জীবন হক বলেন, আমাদের গ্রামে এর আগে কোনো মে'য়ে মাধ্যমিক পাস করেনি। সেই গ্রাম থেকে এবার আম'রা ডাক্তার পাওয়ার স্বপ্ন দেখছি। ছোট থেকে মে'য়েটি অনেক ক'ষ্ট করেছে। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে মে'য়েটি পড়ালেখা শেষ করতে পারবে। এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের জে'লা প্রশাসক মাহাবুবুর রহমান বলেন, সাবিনার জন্য শুভ কামনা। তার পরিবারকে সম্মান জানাই। বিষয়টি আমাদের জানা ছিল না। অবশ্যই যোগাযোগ করে ঠাকুরগাঁও জে'লা প্রশাসন মে'য়েটিকে সহযোগিতা করার চেষ্টা করবে।

Back to top button