গলায় সুজি আ'ট'কে শি'শুর মৃ'ত্যু!

খাওয়ার প্রতি কোনো কোনো শি'শুর তীব্র অনীহা থাকে। তারা খাবার মুখে নিয়ে বসেই থাকে। এক লোকমা মুখে তুলে দিলেন, তো আরেকটা আপনার হাতেই ঠান্ডা হয়ে শুকিয়ে যাচ্ছে। এমতাবস্তায় সচেতন হতে হবে।

কুষ্টিয়ার মিরপুরে গলায় সুজি আ'ট'কে পাঁচ মাসের এক শি'শুর মৃ'ত্যু হয়েছে। জানা গেছে, শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে কুষ্টিয়ার মিরপুর পৌর এলাকার মোশারফপুর গ্রামের মো. রিপন আলীর স্ত্রী' তাদের সন্তান ফাতেমাকে সুজি খাওয়াচ্ছিলেন।

এক পর্যায়ে ফাতেমা'র গলায় সুজি আ'ট'কে যায়। এ সময় বাড়িতেই পরিবারের সদস্যরা গলা থেকে সুজি বের করার চেষ্টা করে। তাদের চেষ্টা ব্যর্থ হওয়ার পর মিরপুর উপজে'লা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া শারমিন মিম শি'শুটিকে মৃ'ত ঘোষণা করেন।

শি'শু ফাতেমা'র মৃ'ত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ ব্যাপারে মিরপুর থা'নার অফিসার ইনচার্জ (ওসি) গো'লাম মোস্তফা বলেন, বিষয়টি এখনো কেউ জানায়নি। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। আমি এখনই খবর নিচ্ছি।

Back to top button