মৃ'ত মায়ের জন্য দোয়া শেষে প্যান্ডেলেই বিদ্যুৎস্পৃষ্টে ম'র্মা'ন্তিক মৃ'ত্যু ছে'লের

মৃ'ত মায়ের জন্য দোয়া শেষে প্যান্ডেলের কাপড় খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোরশেদ বরকন্দাজ (৩৫) নামের এক যুবকের মৃ'ত্যু হয়েছে। চাঁদপুরের হাইমচরে ম'র্মা'ন্তিক এ ঘটনা ঘটেছে।

শনিবার (১৬ এপ্রিল) সকাল ৯টায় উপজে'লার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, খোরশেদ বরকন্দাজ সদর উপজে'লার চান্দ্রা চৌরাস্তা বাজারের পানের ব্যবসায়ী ছিলেন। কিছুদিন আগে তার মায়ের মৃ'ত্যু হয়। এছাড়া ওই বাড়ির বেশ কয়েকজন গত কয়েকদিন যাবত ডায়রিয়ায় আ'ক্রান্ত। তাই মায়ের মাগফেরাত কামনা ও ডায়রিয়া থেকে মুক্তির লক্ষ্যে কোরআন খতম ও দোয়ার আয়োজন করেন। এ উপলক্ষে বাড়ির উঠোনে প্যান্ডেলের ব্যবস্থা করা হয়।

দোয়া শেষে প্যান্ডেলের কাপড় খুলতে গিয়ে চেয়ার থেকে মাটিতে পড়ে যান খোরশেদ। এ সময় পাশে থাকা স্ট্যান্ডফ্যান তার গায়ের ওপরে পড়ে। ফ্যানের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে উ'দ্ধার করতে বড় ভাই কুদ্দুস বরকন্দাজ এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। দুজনকে আ'হত অবস্থায় হাইমচর উপজে'লা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদকে মৃ'ত্যু ঘোষণা করেন এবং তার ভাইকে চাঁদপুর জেনারেল হাসপাতা'লে পাঠান।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী ও সদস্যরা।

বিদ্যুৎস্পৃষ্টে খোরশেদ বরকন্দাজের মৃ'ত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাইমচর থা'না ভা'রপ্রাপ্ত কর্মক'র্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা। তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অ'ভিযোগ না থাকায় ম'রদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Back to top button