আ'দালতে কাঁদলেন বাবা, সেই মে'য়ে ফিরে যাচ্ছেন কানাডায়
রাজধানীর উত্তর মুগদায় বাংলাদেশি বংশোদ্ভুত মা-বাবার হেফাজতে থাকা কানাডীয় তরুণীকে কানাডায় ফিরে যেতে দেশটির সরকারের কাছে হস্তান্তর করেছেন হাই'কোর্ট। রোববার (১৭ এপ্রিল) এ সংক্রান্ত রিটের প্রেক্ষিতে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাই'কোর্ট বেঞ্চ এ রায় দেন।vঅ'ভিযোগ ছিল মে'য়েকে তার ইচ্ছার বি'রুদ্ধে ঢাকায় ১০ মাস ধরে আ'ট'কে রেখেছিলেন তার বাবা-মা।
রায়ের শুনানি শেষে নিরাপত্তা, চিকিৎসা, শিক্ষাসহ সব ধরনের দায়িত্বের নিশ্চয়তার শর্তে কানাডিয়ান দূতাবাসের তত্ত্বাবধানে ওই তরুণীকে সেদেশে যাওয়ার অনুমতি দিয়েছেন হাই'কোর্ট। আ'দালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না ও ব্যারিস্টার সারা হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সম'রেন্দ্র নাথ বিশ্বা'স।
এসময় আ'দালত কক্ষে আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। বাবা আ'দালতকে কা'ন্নাজ'ড়িত কণ্ঠে বলেন, আমা'র মে'য়ে কানাডা চলে যাচ্ছে। এতে আমা'র দুঃখ নেই। যেখানেই যাক আমা'র আদরের মে'য়ে ভাল থাকুক, সুস্থ থাকুক- এটাই আমা'র চাওয়া। আমা'র মে'য়ের পড়াশুনা নিয়েও মা'থা ব্যাথা নেই। আমা'র মে'য়ে যেন চিকিৎসা পায়, মে'য়ে আমা'র বেঁচে থাকুক এটাই চাওয়া। হাই'কোর্ট তরুণীকে উদ্দেশ করে বলেন, আম'রা চাই তুমি কানাডায় ভালভাবে পড়ালেখা করে বাংলাদেশের ভাবর্মূতি উজ্জ্বল করবে। আম'রা যেন তোমাকে নিয়ে গর্ব করতে পারি।
হাই'কোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গো'লাম রব্বানীকে আজই (রোববার) ওই তরুণীকে কানাডিয়ান হাইকমিশনে পৌঁছে দিতে বলা হয়েছে। এর আগে ৫ এপ্রিল রাজধানীর উত্তর মুগদায় ১০ মাস ধরে বাবা-মায়ের বাসায় গৃহব'ন্দি থাকা কানাডিয়ান তরুণীকে হাজির করতে নির্দেশ দেন হাই'কোর্ট। মুগদা থা'নার পু'লিশ ও তার বাবা-মাকে তরুণীকে হাজির করতে বলা হয়। একই সঙ্গে ১৯ বছরের তরুণীর অসম্মতিতে তাকে ১০ মাস ধরে আ'ট'ক রাখা কেন অ'বৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আ'দালত।
রিটের নথি থেকে জানা যায়, ওই তরুণীর জন্ম কানাডায়। তিনি জন্মসূত্রে কানাডার নাগরিক। কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তার বাবা-মা'ও কানাডায় থাকতেন। ১০ মাস আগে তার বাবা-মা বেড়ানোর কথা বলে তাকে নিয়ে বাংলাদেশে আসেন। এরপর ওই তরুণী কানাডায় ফিরে যেতে চাইলেও তাকে যেতে দেওয়া হয়নি।
রিট আবেদনে বলা হয়েছে, তরুণীর কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে তার নানি ও মা সব সময় বাসায় ব'ন্দি করে রাখেন। একপর্যায়ে ওই তরুণী ল্যান্ডফোনে কানাডা সরকার ও ঢাকার কানাডিয়ান হাইকমিশনকে তাকে জো'রপূর্বক ঘরব'ন্দি করে রাখার কথা জানান। ওই তরুণী কানাডায় ফিরে যাওয়ার ইচ্ছার কথা জানান। ৯ ফেব্রুয়ারি রাজধানীর মুগদা থা'নায় কানাডিয়ান হাইকমিশন থেকে সাধারণ ডায়েরি করা হয়। তারপর হাইকমিশনের পক্ষে মানবাধিকার সংগঠন ব্লাস্ট, আইন ও সালিশ কেন্দ্র হাই'কোর্টে রিট করে। রিটে পু'লিশের আইজি, ঢাকা মহানগর পু'লিশ কমিশনার, মুগদা থা'নার ওসি, ওই তরুণীর বাবা-মাকে বিবাদী করা হয়।