নিউমা'র্কে'টে সাদা পতাকা ওড়ালেন ব্যবসায়ীরা

রাজধানীর নিউমা'র্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে সং'ঘর্ষ, উত্তে'জনাকর পরিস্থিতির পর সেখানকার শান্তিময় পরিস্থিতি ফেরাতে সাদা পতাকা উড়িয়েছেন ব্যবসায়ীরা। বুধবার (২০ এপ্রিল) মা'র্কে'টের প্রতিটি ফটোকে টানানো হয় সাদা পতাকা।

মা'র্কেট সংশ্লিষ্টরা বলছেন, আর কোনো সংঘাত নয়, আম'রা দোকান খুলতে চাই। ব্যবসার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ চাই। এ বছর ঈদের বাজার ধরতে না পারলে পুঁজি চলে যাবে। শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতায় শান্তির আহ্বান জানানো হয়েছে। যেকোনো মূল্যেই হোক, তারা দোকান খুলতে চান। তাদের দাবি, তারা পরিস্থিতির শিকার হয়েছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তাদের বিরোধ নেই। তারা শিক্ষার্থীদের সঙ্গে মিলেমিশে থাকতে চান।

এ বিষয়ে নিউমা'র্কেট জোনের এডিসি শাহেন শাহ মাহমুদ বলেন, ব্যবসায়ীরা প্রত্যেক মা'র্কে'টে সাদা পতাকা উড়িয়েছে। ঢাকা কলেজের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে তারা, বিষয়টা সমাধান হচ্ছে। বাকি উত্তে'জনাও হয়তো ছাত্রদের মধ্যে থাকবে না।

এর আগে বিকেলের দিকে নিউমা'র্কেট এলাকায় হঠাৎ করে উত্তে'জনা দেখা দেয়। এসময় মা'র্কে'টের সামনে দোকান কর্মচারীরা এবং ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন। নিউমা'র্কেট খুলে দেওয়া হয়েছে- এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে কলেজের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা নিউমা'র্কেট খোলার প্রতিবাদে বি'ক্ষোভ শুরু করেন।

Back to top button