প্রাইভেট'কারের ওপরে উঠে গেল বাস

ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী হানিফ পরিবহনের বাস জয়পুরা এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে আড়াআড়ি হয়ে উল্টে গিয়ে অ'পরদিক থেকে আসা ঢাকাগামী একটি প্রাইভেট'কারের ওপরে উঠে যায়। এতে প্রাইভেট'কার চালকসহ বাসের অন্তত ১০-১২ জন আ'হত হয়েছেন। ঘটনা ঘটেছে ঢাকার ধাম'রাইয়ে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজে'লার ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘ'টনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী হানিফ পরিবহনের একটি বাস জয়পুরা এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে আড়াআড়ি হয়ে উল্টে গিয়ে অ'পরদিক থেকে আসা ঢাকাগামী একটি প্রাইভেট'কারের ওপরে উঠে যায়। এতে প্রাইভেকারের চালক গুরুতর আ'হত হন।

ধাম'রাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা বলেন, গুরুতর আ'হত একজনকে উ'দ্ধার করে ধাম'রাই উপজে'লা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। এছাড়াও আরো ১০-১২ জন আ'হত হয়েছেন বলে জানতে পেরেছি। দুর্ঘ'টনাটি পরিবহনের নিয়ন্ত্রণ হা'রানোর কারণে ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে সড়ক উন্নয়ন কাজের জন্য ৪ ইঞ্চি করে যে গর্ত করা হয়েছে, সেখানে চাকা পড়েই গাড়ি উল্টে দুর্ঘ'টনা ঘটেছে।

Back to top button