১০ তলা থেকে লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে গেল চার শ্রমিক
রাজধানীর আজিমপুর এলাকার একটি ২০ তলা ভবনের ১০ তলা থেকে লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে গেছেন চার শ্রমিক। এতে তাদের মধ্যে তিনজনকে আ'হত অবস্থায় উ'দ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতা'লে ভর্তি হলেও একজন শ্রমিক ময়লার স্তূপের মধ্যে নি'খোঁজ হন। পরে তার ম'রদেহ পাওয়া যায়। মৃ'ত শ্রমিকের নাম নাজমুল ইস'লাম (২৫)। শুক্রবার (২২ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আজিমপুর ভিকারুন্নেসা স্কুলের সামনের সরকারি ভবনে ঘটনাটি ঘটে। ওই তিন শ্রমিকের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর বলে জানা গেছে।
ঘটনার পর ভবনের ইলেকট্রিশিয়ান মো. কাজল বলেন, রাতে পাঁচজন শ্রমিক লিফটের ১০ তলায় প্লেনশিটের ওপরে দাঁড়িয়ে ময়লা পরিস্কার করছিলেন। এ সময় ময়লার ভা'রে চার শ্রমিক নিচে পড়ে যান। এতে আরিফুল গুরতর আ'হত হলেও নাজমুলকে খুঁজে পাওয়া যায়নি। আর বাকি দু’জন সামান্য আ'হত হয়েছেন। মৃ'ত নাজমুলের চাচাতো ভাই মো. শাহিন জানায়, নাজমুলের বাড়ি নওগাঁ জে'লার মান্দা থা'নার তানৈল গ্রামে। বাবার নাম আব্দুল হান্নান। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন তিনি।
লালবাগ থা'নার আজিমপুর পু'লিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আছিবুজ্জামান আছিব বলেন, আ'হতদের ঢামেকে নিয়ে যাওয়া হয়েছে। লালবাগ থা'নার উপ-পরিদর্শক (এসআই) নতুন মিয়া বলেন, রাত ১২টা ৪০ মিনিটে নি'খোঁজ শ্রমিকের ম'রদেহ উ'দ্ধার করা হয়। ম'রদেহ ময়নাত'দন্তের জন্য ঢামেক ম'র্গে পাঠানো হবে।
নি'খোঁজ শ্রমিককে উ'দ্ধার করতে কাজ করেছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।