ম'সজিদের টাকা চু'রি করতে গিয়ে হাতেনাতে ধ'রা ই'মাম

নিজে একটি জামে ম'সজিদের পেশ ই'মাম। তবে তার নে'শা অন্য ম'সজিদের দান বাক্সের টাকা চু'রি। শুধু টাকা নয়, ম'সজিদের অন্যান্য জিনিসপত্রও চু'রি করেন তিনি। এ যেন চো'রে না শোনে ধ'র্মের কাহিনী।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুরের গাংনী উপজে'লার চরগোয়ালগ্রাম গ্রামে ম'সজিদের দান বাক্সের তালা ভেঙে টাকা চু'রির সময় ম'সজিদ কমিটির সভাপতির হাতে ধ'রা পড়লেন কাজী আল হেলাল নামে এক ব্যক্তি। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজে'লার ভাঙবাড়িয়া গ্রামের ডা কাজী সদর উদ্দীনের ছে'লে। কাজী আল হেলাল কুষ্টিয়ার মিরপুর উপজে'লার আবুরী জামে ম'সজিদের পেশ ই'মাম।

ম'সজিদ কমিটির সভাপতি মহসিন আলী জানান, আগের রাতে ঝড়বৃষ্টির কারণে পাতা ও ধুলো পড়ে নোংরা হয়ে ছিলো ম'সজিদটি। পরিষ্কার করার জন্য তিনি ম'সজিদে গিয়ে প্রধান ফট'ক সামান্য খোলা দেখতে পান। পরে ভেতরে গিয়ে দেখেন ঐ ই'মাম দান বাক্সের তালা ভেঙে টাকা পয়সা ব্যাগে করে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। হৈচৈ শুরু করলে আশপাশের লোকজন এসে তাকে আ'ট'ক করে পু'লিশে সোপর্দ করে।

তিনি আরো জানান, এর আগেও মু'সল্লি সেজে দুই দফা একই ম'সজিদের দান বাক্সের টাকা চু'রি করেছেন ঐ ই'মাম। এছাড়া গাংনীর আরেকটি ম'সজিদের মোটর চু'রির করতে গিয়ে ধ'রা পড়ে উত্তম-মধ্যম খেয়েছেন। তার নামে নিজ এলাকাতেও একাধিক চু'রির অ'ভিযোগ রয়েছে।

গাংনী থা'নার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আ'ট'ককৃত কাজী আল হেলালের কাছে তালা ভাঙার কাজে ব্যবহৃত একটি বিশেষ ধরনের স্ক্রু ডাইভা'র, সাইকেলের স্পোক এবং একটি মোটরসাইকেল উ'দ্ধার করা হয়েছে। ম'সজিদ কমিটির সভাপতি লিখিত অ'ভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Back to top button