এতেকাফে নামাজরত অবস্থায় মু'সল্লির মৃ'ত্যু

এতেকাফে নামাজরত অবস্থায় আব্দুল খালেক নামে এক বৃদ্ধের মৃ'ত্যু হয়েছে। কুমিল্লার নাঙ্গলকোটে রবিবার (২৪ এপ্রিল) দুপুরে পেরিয়া ইউনিয়নের রুদ্রচুমা জামে ম'সজিদে জোহরের নামাজ পড়া অবস্থায় মা'রা যান তিনি।

তার বয়স হয়েছিলো ৭০ বছর। বৃদ্ধ আবদুল খালেক ওই গ্রামের দুবাই প্রবাসী আব্দুল্লাহ আল-মামুনের বাবা।

পেরিয়া ইউপি চেয়ারম্যান এমএ হামিদ বলেন, আব্দুল খালেক গত শুক্রবার সন্ধ্যায় রুদ্রচুমা জামে ম'সজিদে ১০ দিনের জন্য এতেকাফে যান।

রবিবার দুপুরে জোহরের নামাজ পড়া অবস্থায় হৃদরোগে আ'ক্রান্ত হয়ে ম'সজিদেই তিনি মা'রা যান। আব্দুল খালেক খুবই ভালো মানুষ ছিলেন।

Back to top button