রাজধানীতে ঝুঁ'কিপূর্ণ বাইক ড্রাইভ, বিস্মিত নেটিজেনরা
এবার রাজধানীর হাতিরঝিলের মধ্য দিয়ে একটি বাইক ছুটে যাচ্ছে। সেই বাইকের সামনে একজন তরুণী। তরুণীটি চালককে ধরে আছেন। সমান গতিতেই বাইকটি উঠে গেল হাতিরঝিলের ওভা'রপাসে। পাশ দিয়ে সাঁ সাঁ করে ছুটে যাচ্ছে একেকটা গাড়ি। এর মাঝেও ভ'য়ডরহীন বাইক চালিয়ে গেলেন তরুণ। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এই ভিডিও দেখে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা। এতো দ্রুতগতির সড়কে কিভাবে একজন, এভাবে বাইক চালাতে পারে, তা বোধগম্যই হচ্ছে না নেটিজেনদের।
এই ভিডিওটি দেখে অনেকেই জানতে চাইছেন, মে'য়েটিকে ওভাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে। কোনো ভিডিও বা অন্য কিছু বানানোর জন্য কি না। আরেকজন এসে বলছেন না। আরেকজন মন্তব্য করেছেন, ‘অ'তিরিক্ত হিন্দি সিনেমা দেখার সুফল এগুলা।’ ফাতেমা নামের একজন লিখেছেন, চলচ্চিত্রে এই ধরনের দৃশ্য দেখিয়ে মানুষকে ইনফ্লুয়েন্স করা হয়। তখন সবাই হাত তালি দেয়। ওয়াও বলে। ব্যাপারটা কতটা ঝুঁ'কিপূর্ণ, যা সবসময় সিনেমা'র দৃশ্য, মিউজিক ভিডিওতে গ্ল্যামা'রাসভাবে উপস্থাপন করা হয়।
এই ভিডিওটি ট্রাফিক অ্যালার্ট নামের একটি গ্রুপে পোস্ট করা হয়েছে। এর আগে সুজুকি জিক্সার নামের আরেকটি বাইক চালকদের গ্রুপে ভিডিওটি পোস্ট করা হয়। মুহূর্তেই এটি নেটিজেনদের জন্য আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে। অনেকেই মনে করছেন এভাবে বাইক চালাতে গেলে যেকোনো মুহূর্তে বড় কোনো দুর্ঘ'টনা ঘটতে পারী। বিশেষ করে হাতিরঝিলের ব্রিজে এটি দুঃসাহসিক একটি কাজ বলে উল্লেখ করছেন নেটীজেনরা।
এদিকে বেপরোয়া বাইক চালানোয় ট্রাফিক আইন অনুযায়ী যা বলছে- সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৪৭ নম্বর আইনের একাদশ অধ্যায়ে বলা হচ্ছে, নির্ধারিত গতিসীমা'র অ'তিরিক্ত গতিতে বা বেপরোয়াভাবে বা ঝুঁ'কিপূর্ণ ওভা'রটেকিং বা ওভা'রলোডিং বা নিয়ন্ত্রণহীনভাবে মোটরযান চালনার ফলে কোনো দুর্ঘ'টনায় জীবন ও সম্পত্তির ক্ষতি সাধিত হয়, তাহা হইলে সংশ্লিষ্ট মোটরযানের চালক বা কন্ডাক্টর বা সহায়তাকারী ব্যক্তির অনুরূপ মোটরযান চালনা হইবে একটি অ'প'রাধ, এবং তজ্জন্য তিনি অনধিক ৩ (তিন) বৎসর কারাদ'ণ্ড, বা অনধিক ০৩ (তিন) লক্ষ টাকা অর্থদ'ণ্ড বা উভ'য় দ'ণ্ডে দ'ণ্ডিত হইবেন।