রঙ-পানির তৈরি জুস, নাম ‘ই'মানদার’

কারখানার নাম ‘ই'মানদার’। তবে নাম যেমনই হোক না কেন, কারখানাটিতে তৈরি হচ্ছিল ভেজাল জুস, আইসক্রিম ও চকলেট। তাই হানা দিয়ে কারখানার মালিকসহ দুজনকে আ'ট'ক করেছে পু'লিশ। উ'দ্ধার করেছে ভেজাল জুস, চকলেটসহ বিভিন্ন সরঞ্জাম।

মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থা'নার তক্তারপুল এলাকা থেকে তাদের আ'ট'ক করা হয়। আ'ট'ককৃতরা হলেন- কারখানার মালিক খোরশেদ আলম ওরফে জিসান ও তার মামা জাহাঙ্গীর আলম।

বাকলিয়া থা'নার ওসি রাশেদুল হক বলেন, তক্তারপুল এলাকার বিসমিল্লাহ কলোনি গলির কাছে শোয়েব মঞ্জিল নামে একটি ভবনের নিচতলা ভাড়া নিয়ে মাস ছয়েক আগে ভেজাল জুস কারখানাটি চালু করেন জিসান। গো'পন সংবাদে মঙ্গলবার গভীর রাতে সেখানে অ'ভিযান চালিয়ে জিসানসহ দুজনকে আ'ট'ক করা হয়। ওই সময় কারাখানাটি থেকে সাত হাজার ৯২০ প্যাকেট লিচি ড্রিংকস, এক হাজার ২০০টি আইস ললি, মিকশ্চার মেশিন, মোড়কে ভরার হিটারসহ বিভিন্ন সরঞ্জাম এবং জুসের প্যাকেট ও স্টিকার উ'দ্ধার করা হয়।

তিনি আরো বলেন, ‘ই'মানদার’ নাম দিয়ে রঙ, পানি ও ফ্লেভা'র ব্যবহার করে ভেজাল জুস, আইসক্রিম, চকলেট তৈরি করছিলেন তারা। বিএসটিআইয়ের কোনো অনুমোদনও তাদের ছিল না।

Back to top button