পটুয়াখালীর কয়েকটি গ্রামে ঈদ উদযাপন
আজ আ'ফগা'নিস্তানসহ বিশ্বের ৭টি দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় পটুয়াখালীর কয়েকটি গ্রামের মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন। আজ রবিবার ১ মে সকাল সাড়ে ১০টায় বদরপুর দরবার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এদিকে ঈদুল ফিতরের নামাজ শেষে মু'সুল্লিরা একে অ'পরের সাথে কোলাকুলি করেন এবং মিষ্টিমুখ করানো হয়। এ সব এলাকায় বইছে উৎসবের আ'মেজ। তবে জে'লার কতো মানুষ আজ ঈদ উদযাপন করছেন সেটা নিশ্চিত করতে পারেনি জে'লা প্রশাসন।
এ ব্যাপারে বদরপুর দরবার শরীফের পরিচালক মো. নাজমু'স সাহাদাত বলেন, ‘আ'ফগা'নিস্থান ও নাইজেরিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই আম'রা ঈদুল ফিতর উদযাপন করছি।’