সিগারেটের গুদামে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ তেল উ'দ্ধার
কয়েকদিন ধরেই ভোজ্যতেলের সংকটের খবর পাওয়া যাচ্ছিল। আর এই সংকটের সুযোগে চড়া দামে তেল বিক্রি করছেন বিক্রেতারা। কিন্তু রবিবার (১ মে) কাওরান বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অ'ভিযানে বেরিয়ে এলো ব্যবসায়ীদের গো'পনে তেল মজুত করার চিত্র। অ'ভিযানে দেখা যায়, একটি সিগারেটের গুদামে সিগারেটের পেছনে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুত রাখা হয়েছে।
অ'ভিযানে নেতৃত্ব দেয়া ভোক্তা অধিকার অধিদফতরের পরিচালক মঞ্জুর মোহাম্ম'দ শাহরিয়ার জানান, কিচেন মা'র্কে'টের তিন তলায় গো'পনে তেল মজুত করে রেখেছেন পাইকারি ব্যবসায়ীরা। তেজগাঁও থা'না পু'লিশের সাথে যৌথ অ'ভিযানে অ'বৈধভাবে মজুদকৃত বিপুল তেল উ'দ্ধার করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। পরিচালক জানান, গতকালও এই বাজারে অ'ভিযানে এসেছিলেন তারা। তখন খুচরা দোকানে মজুত তেল উন্মুক্ত রেখে বিক্রি করার নির্দেশ দিয়েছিলেন তারা।
ভোক্তা অধিদফতরের পরিচালক জানান, থা'না থেকে পাওয়া গো'পন তথ্যের ভিত্তিতে এই অ'ভিযান চালানো হয়। তাছাড়া মা'র্কে'টের সেক্রেটারি মহোদয়ও তাদের এ বিষয়ে তথ্য দিয়েছেন বলে জানান তিনি। বলেন, আজ সকালে গিয়ে কয়েকটি সিগারেটের গুদামে এ বিপুল তেল পাওয়া যায়। সেগুলো উ'দ্ধার করে বিক্রির ব্যবস্থা করা হয়েছে বলেও জানালেন তিনি। তিনি বলেন, কারওয়ানবাজারে সবকয়টি পাইকারি দোকানের গুদাম খুলে মজুত করা তেল বের করে এনে সাধারণ ক্রেতাদের মধ্যে বিক্রি করা হচ্ছে।
মঞ্জুর মোহাম্ম'দ শাহরিয়ার জানান, মিল থেকে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে। কিন্তু পাইকারি পর্যায়ের কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে অ'তিরিক্ত মুনাফা করছে। ভোক্তা অধিকার আগামীকাল এবং পরশুও কাওরান বাজারে অ'ভিযান পরিচালনা করবে বলে জানিয়েছে সংস্থাটি। অ'ভিযান শেষে অ'বৈধভাবে মজুত করায় বিসমিল্লাহ স্টোরকে ২ লাখ টাকা এবং সিদ্দিক স্টোরকে ১০ হাজার টাকা জ'রিমানা করা হয়। বিসমিল্লাহ স্টোর থেকে পাঁচ লিটারের ৪শ বোতল ভোজ্যতেল উ'দ্ধার করা হয়।