একে অ'পরকে স'ন্দেহ, স্বামীর ছোড়া অ্যাসিডে ঝলসে গেল স্ত্রী'

রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকায় স্বামী শাহ আলমের ছোড়া অ্যাসিডে দ'গ্ধ হয়েছেন ৩৫ বছর বয়সী স্ত্রী' রেখা বেগম। এ ঘটনায় অ'ভিযু'ক্ত স্বামীকে আ'ট'ক করেছে পু'লিশ।
রোববার সন্ধ্যার পর উত্তর বাড্ডা সাতারকুল আলীর মোড়ের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। দ'গ্ধ রেখা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতা'লের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, স্বামী-স্ত্রী' দুজনই দুজনকে নানা কারণে স'ন্দেহ করতেন। এ নিয়ে কলহের জের ধরে রেখাকে অ্যাসিডে ঝলসে দিয়েছেন শাহ আলম। তাদের দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।

বাড্ডা থা'নার ভা'রপ্রাপ্ত কর্মক'র্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দ'গ্ধ নারীর অবস্থা আশ'ঙ্কাজনক। এ ঘটনায় অ'ভিযু'ক্ত শাহ আলমকে আ'ট'ক করা হয়েছে। তার বি'রুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Back to top button