ঘাটাইলে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা!

টাঙ্গাইলের ঘাটাইল উপজে'লার এক ঈদগাহে ১০ বছর ধরে ১৪৪ ধারা জারি রয়েছে। ঈদের নামাজও হয়না সেখানে। ১০ বছর আগে ঘাটাইল উপজে'লার ভোজদত্ত ঈদগাহের মাঠের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর বিরোধে এক ব্যক্তি খু'ন হয়। তার পর থেকেই এই ঈদগাহে নামাজ বন্ধ রয়েছে। এই ঈদগাহের বয়স দুইশত বছর।

জানা গেছে, ২০১২ সালের ২১ নভেম্বর ভোজদত্ত ঈদগাহ মাঠের আধিপত্য নিয়ে আশেপাশের ৫টি গ্রাম ও পাশের কালিহাতী উপজে'লার বীরবাসিন্দা গ্রামের মাঝে বিরোধ সৃষ্টি হয়। সমঝোতার জন্য দুই উপজে'লার তৎকালীন উপজে'লা নির্বাহী কর্মক'র্তার উপস্থিতিতে বৈঠক হয়। তবে বৈঠক শেষে উভ'য় পক্ষের মধ্যে সং'ঘর্ষ বাধে। সে সময় সং'ঘর্ষে বীরবাসিন্দা গ্রামের আ. গফুর নামে এক ব্যাক্তি আ'হত হন। পরে ১ ডিসেম্বর তিনি মা'রা যান। এই ঘটনার পর ওই বছরের ২৬ নভেম্বর ঈদুল আজহার দিন জে'লা প্রশাসকের নির্দেশ ক্রমে স্থানীয় প্রশাসন ভোজদত্ত ঈদগাহ মাঠের আশে পাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

গফুর মা'রা যাওয়ায় একটি হ'ত্যা মা'মলা দায়ের হয় যা বর্তমানে বিচারাধীন রয়েছে। মূলত ওই হ'ত্যাকা'ণ্ডের পর দুই গ্রামের মানুষের মধ্যে বিরোধ আরও বেড়ে যায়। সেই বিরোধ এখনো বিদ্যমান রয়েছে। এ ঘটনার পর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় গত ১১ বছর যাবত প্রতি বছরই দুই ঈদে এই ঈদগাহ মাঠে জে'লা প্রশাসকের নির্দেশক্রমে ১৪৪ ধারা জারি করা হয়। এবারও একই নির্দেশনা বজায় রাখার নির্দেশনা চেয়ে চিঠি লিখেছে উপজে'লা প্রশাসন। যার কারণে ঈদগাহ মাঠের আশপাশের ৭ গ্রামের মানুষ এবারো ওই ঈদগাহ মাঠে নামাজ আদায় করা থেকে বঞ্চিত হবে।

এ বিষয়ে উপজে'লা নির্বাহী কর্মক'র্তা (ইউএনও) মুনিয়া চৌধুরী বলেন, আগামী ঈদুল ফিতরের নামাজেও এই মাঠে ১৪৪ ধারা কার্যকর থাকবে। এ ব্যাপারে জে'লা প্রশাসনের অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

Back to top button