এতেকাফ অবস্থায় মা'রা গেলেন মু'সল্লি

কুড়িগ্রামের ভূরুঙ্গামা'রীতে এতেকাফ অবস্থায় মজিবর রহমান ওরফে মজিদ (৭২) নামের এক ব্যক্তির মৃ'ত্যু হয়েছে। সোমবার (২ মে) সকাল সোয়া ১১টায় তার মৃ'ত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে শ্বা'সক'ষ্ট জনিত রোগে ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার। মজিবর রহমান চরভুরুঙ্গামা'রী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের মৃ'ত ধীরেন্দ্র নাথ সাহার ছে'লে। স্বাধীনতা যু'দ্ধের আগে সনাতন ধ'র্ম ত্যাগ করে তিনি ইস'লাম ধ'র্ম গ্রহণ করেছিলেন। চর ভূরুঙ্গামা'রী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মানিক উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন

চর ভূরুঙ্গামা'রী ইউনিয়নের চেয়ারম্যান মানিক উদ্দিন জানান, মজিবর রহমান প্রায় ৫২ বছর আগে হিন্দু ধ'র্ম ত্যাগ করে ইস'লাম ধ'র্ম গ্রহণ করেছিলেন। তিনি আকন্দপাড়া গ্রামের মৃ'ত ধীরেন্দ্র নাথ সাহার ছে'লে।

তিনি আরও জানান, মাহে রমজানের নাজাতের দশ দিনে ২০ রমজান (২৩ এপ্রিল) সন্ধ্যা থেকে নতুনহাট ঈদগাহ মাঠ সংলগ্ন জামে ম'সজিদে মজিবর রহমান এতেকাফের জন্য অবস্থান করছিলেন। এ অবস্থায় সোমবার সকাল সোয়া ১১টায় তার মৃ'ত্যু হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তার ম'রদেহ পারবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Back to top button