মহাসড়কে বিভাজকের ওপর উল্টে গেল বাস, নি'হত ২
চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে ২ যাত্রী নি'হত ও একজন আ'হত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগারহাট এলাকায় বুধবার (৪ মে) বেলা সাড়ে ১১টায় বাসটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘ'টনা ঘটে। নি'হতরা হলেন চট্টগ্রামের পটিয়া উপজে'লার মোজাফপাড়া এলাকার স্বপন আশ্চার্যের ছে'লে শান্ত আশ্চার্য (২৩) ও কুমিল্লার রায়পুর উপজে'লার ফয়সাল হোসেন (২২)। এ দুর্ঘ'টনায় মোস্তফা নামের আরও এক ব্যক্তি গুরতর আ'হত হয়েছেন।
মিরসরাই ফায়ার সার্ভিস ও কুমিরা হাইওয়ে পু'লিশ সূত্র জানায়, সকাল ১০টায় ৪০ জন যাত্রী নিয়ে স্বাধীন বাংলা পরিবহনের একটি বাস চট্টগ্রাম শহর থেকে নোয়াখালী জে'লার রামগঞ্জ যাচ্ছিল। পথে মিরসরাই উপজে'লার বড় দারোগারহাট এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক বিভাজকের ওপর উল্টে পড়ে। এতে বাসের ভেতর থাকা পাঁচ যাত্রী আ'ট'কা পড়েন। দুর্ঘ'টনার খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মী ও টেরিয়াল হাইওয়ে পু'লিশ ফাঁড়ির সদস্যরা আ'ট'কে পড়া যাত্রীদের উ'দ্ধার করেন। এ সময় ঘটনাস্থলেই দুই যাত্রী নি'হত হন। আ'হত একজনকে উ'দ্ধার করে সীতাকুণ্ড উপজে'লা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
কুমিরা হাইওয়ে পু'লিশ ফাঁড়ির উপ পরিদর্শক বিপ্লব চন্দ্র নাহা জানান, সড়ক দুর্ঘ'টনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নি'হত ও আ'হত ব্যক্তিদের উ'দ্ধার করি। দুর্ঘ'টনাকবলিত বাসটি উ'দ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। লা'শ আলোচনা সাপেক্ষে তাদের পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে। অ'তিরিক্ত গতির কারণে এ দুর্ঘ'টনা ঘটেছে।