ঈদ উদযাপনে গ্রামে এসে খু'ন হলেন যু'ক্তরাষ্ট্রপ্রবাসী

ঈদের দিনে বগুড়া সদরে আব্দুর রাজ্জাক সরকার (৬৭) নামে এক যু'ক্তরাষ্ট্রপ্রাবসীকে কু‌‌'পিয়ে হ'ত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ঈদুল ফিতরের দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজে'লার বাঘোপাড়া মহিষাবাতান বন্দরে ঘটনাটি ঘটে। তিনি ওই এলাকার মৃ'ত আব্দুল লতিফ সরকারের ছে'লে। হ'ত্যার বিষয় নিশ্চিত করেছেন সদর থা'নার ইন্সপেক্টর (ত'দন্ত) জাহিদুল হক।

নি'হতের ছে'লে শোভন সরকার জানান, তার বাবার আ'মেরিকায় বসবাসের পাশাপাশি বগুড়াতে ব্যবসা আছে। বর্তমানে শহরের ইয়াকুবিয়া মোড় এলাকায় আম'রা বসবাস করি। ঈদ উদযাপনের জন্য বাবা গ্রামে এসেছিলেন। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত যু'ক্তরাষ্ট্রের নাগরিক। তিনি আরও বলেন, রাতের দিকে মহিষাবাতান বন্দরে বাবা আড্ডা দিচ্ছিলেন। ওই সময় ৬টি মোটরসাইকেলে প্রায় ১৫/১৬ জন দুর্বৃত্ত এসে বাবার ওপরে হা'মলা চালায় ও কু‌‌'পিয়ে হ'ত্যা করে।

বগুড়া সদর থা'নার ভা'রপ্রাপ্ত কর্মক'র্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, হ'ত্যার সঙ্গে জ'ড়িতদের গ্রে'প্তার করতে পু'লিশের তৎপরতা অব্যাহত আছে।

Back to top button