এক মোটরসাইকেলে ৩ বন্ধু, প্রা'ণ গেলো ২ জনের

মোটরসাইকেল দুর্ঘ'টনায় দুই স্কুলছাত্র নি'হত ও একজন আ'হত হয়েছে। মঙ্গলবার (৩ মে) বিকেলে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের টাঙ্গাইলের ধনবা‌ড়ী উপজে'লার কুইচামা'রা ব্রিজ এলাকায় এই দুর্ঘ'টনা ঘ‌টে। নি'হত স্কুল ছাত্ররা হ‌লো- উপজে'লার যদুনাথপুর ইউনিয়নের শ্রীহ‌রিপুর গ্রামের আব্দুর রহিমের ছে'লে রিপন ওরফে আলআমি‌ন (১৬), একই গ্রামের আছর উদ্দিনের ছে'লে রিপন (১৬)।

ধনবা‌ড়ী থা'নার এসআই ইয়ার হো‌সেন বলেন, তিন বন্ধু মিলে ঈদে আনন্দ কর‌তে মোটরসাইকে‌লযো‌গে ঘুর‌তে বেরিয়েছিল। তারা অ'তিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারি‌য়ে ব্রিজ সংলগ্ন পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিন জন গুরুতর আ'হত হয়। তিনি আরও বলেন, প‌রে স্থানীয়রা তাদের উ'দ্ধার ক‌রে স্থানীয় হাসপাতা'লে নি‌য়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জন‌কে মৃ'ত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে লা'শ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Back to top button