‘৩০ বছরের পুরান রাইডে তুইলা আমা'র রাব্বিরে মা'রছে’
আমা'র পোলা ম'রার পর শুনতেছি পার্কটার সব রাইড ৩০ বছরের পুরান। কোনো নিরাপত্তা ব্যবস্থা নাই। এর আগেও নাকি অনেক পোলাপাইন রাইড থেইকা পইড়া আ'হত হইছে। আগে জানলে কি আমা'র রাব্বির যাইতে দিতাম? বুধবার (৪ মে) বিকেলে এমন ভাবেই বিলাপ করছিলেন শ্যামপুর ইকো'পার্কের রোলার কোস্টার থেকে পড়ে মা'রা যাওয়া শফিউল ইস'লাম রাব্বির মা রুমি বেগম।
তিনি বলেন, ঈদের নামাজ শেষে আমা'র ছে'লে বাসায় এসে বলে, আম্মা ঘুরতে যামু। ঘুরতে গিয়া আমা'র ছে'লে আর ফিরল না। পুরান একটা রাইডে উঠাইছে, কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়া। আর ওইখান থেকে পইড়া আমা'র পোলা মা'রা গেছে। মানুষজন বলতেছে পার্কের রাইডগুলা নাকি ৩০ বছরের বেশি পুরান। আমি যদি জানতাম, তাইলে কি আর পোলারে ঈদের দিন ঘর থেকে বাহির হইতে দিতাম। আমা'র পোলারে পুরান রাইডে তুইলা মাই'রা ফেলছে।
রাব্বির মৃ'ত্যুর ঘটনায় হ'ত্যা মা'মলা করার চিন্তা করছে পরিবার। এমনটা জানিয়েছেন নি'হতের চাচাতো বোন কাজল। তিনি বলেন, পার্কের রাইডগুলো ছিল পুরনো। আম'রা এখন বিভিন্ন গণমাধ্যমের খবরে দেখছি। পার্ক কর্তৃপক্ষ মিথ্যা অ'ভিযোগ করে বলছে, রাব্বি নাকি ‘মোবাইলে সেলফি তুলতে গিয়ে পড়ে গেছে’। কিন্তু রাব্বির কাছে কোনো মোবাইলই ছিল না। কাজল বলেন, আম'রা জানতে পেরেছি, রাব্বি যে রাইডটিতে উঠেছিল, সেটিতে কোনো সিট বেল্ট বা নিরাপত্তা ব্যবস্থা ছিল না। পার্ক কর্তৃপক্ষের দোষেই আমা'র ভাইয়ের মৃ'ত্যু হয়েছে। আম'রা কদমতলী থা'নায় এ বিষয়ে একটি হ'ত্যা মা'মলা দায়ের করব।
রাব্বির পরিবারের বিষয়ে কাজল বলেন, রাব্বির বাবার নাম জয়নাল শেখ। দুই ছে'লে ও এক মে'য়ের মধ্যে রাব্বি সবার ছোট। রাব্বির বড় ভাই বিদেশে থাকেন। ছোট সন্তান হওয়ায় পরিবারের সবাই তাকে অনেক আদর করত। রাব্বির এই অকাল মৃ'ত্যু কেউ মেনে নিতে পারছেন না।
পার্কের রাইডে কোনো সমস্যা নেই। রাইডগুলো ভালো রয়েছে বলে দাবি করেছেন ইকো'পার্কটির প্রধান টেকনিশিয়ান আমজাদ হোসেন। তিনি বলেন, প্রতিদিন পার্ক খোলার আগে প্রতিটি রাইড পরীক্ষা করা হয়। সবকিছু ঠিক থাকলেই রাইডগুলো চালাতে অ'পারেটরদের দায়িত্ব দেওয়া হয়। এরপর পার্ক খোলা হয় সবার জন্য। গতকালের ঘটনার জন্য রাইড দায়ী নয়। আমাদের কোনো রাইডই ত্রুটিপূর্ণ নয়।
এদিকে রাব্বি মৃ'ত্যুর ঘটনায় মঙ্গলবার পু'লিশ বাদী হয়ে কদমতলী থা'নায় একটি অ'পমৃ'ত্যুর মা'মলা করেছে। এ বিষয়ে কদমতলী থা'নার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর বলেন, একটি অ'পমৃ'ত্যু মা'মলা হয়েছে। আম'রা বিষয়টিকে সামনে রেখে ত'দন্ত করছি। নি'হতের পরিবারের পক্ষ থেকে কোনো অ'ভিযোগ থাকলে তারা করতে পারেন।
উল্লেখ্য, গতকাল দুপুরে রাজধানীর কদমতলী থা'না এলাকার বিআইডব্লিউটিএর আওতাধীন শ্যামপুর ইকো'পার্কের রোলার কোস্টার থেকে ছিট'কে পড়ে রাব্বির মৃ'ত্যু হয়। জানা গেছে, ঈদ উপলক্ষে ঘোরাঘুরি করতে রাব্বি তার বন্ধুদের সঙ্গে বের হয়েছিল। ঘোরাঘুরির একপর্যায়ে তারা কদমতলীতে অবস্থিত শ্যামপুর ইকো'পার্কে যায়। সেখানে রাব্বি রোলার কোস্টারে ওঠে। রাইড চলার এক পর্যায়ে সে রোলার কোস্টার থেকে ছিট'কে নিচে পড়ে যায়। এতে মা'থাসহ শরীরের বিভিন্ন অংশে মা'রাত্মক জ'খম হয় রাব্বির। পরে তাকে উ'দ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতা'লে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ'ত ঘোষণা করেন।