এসিডে কি'শোরীর মুখ ঝলসে দিলো কথিত প্রে'মিক

রাতের বেলায় দেখা করতে রাজি না হওয়ায় এক কি'শোরীকে এসিড নিক্ষেপ করে ঝলসে দেওয়ার অ'ভিযোগ উঠেছে কথিত প্রে'মিকের বি'রুদ্ধে। বুধবার (৪ এপ্রিল) রাত সাড়ে তিনটায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজে'লার বেতাগি ইউনিয়নে ঘটনাটি ঘটে। পাঁচলাইশ থা'নার পরিদর্শক (ত'দন্ত) সাদেকুর রহমান জানান, ওই কি'শোরীকে এসিডে মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ঝলসে দেওয়া হয়। তাকে উ'দ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চ'মেক) হাসপাতা'লে এনে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

পরিবার সূত্র জানায়, ভুক্তভোগীর সঙ্গে স্থানীয় নুরুল আজিম নামে এক ছে'লের প্রে'মের স'ম্পর্ক রয়েছে। বুধবার গভীর রাতে দেখা করতে বলে। এতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে নুরুল আজিম কি'শোরীকে এসিড নিক্ষেপ করে মুখমণ্ডল ঝলসে দেয়। রাঙ্গুনিয়া মডেল থা'নার এসআই প্রকাশ জানান, এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রাঙ্গুনিয়া থা'নায় মা'মলা করেছেন। মা'মলায় আজিম ও অ'জ্ঞাত আরেকজনকে আ'সামি করা হয়। পু'লিশ অ'ভিযান চালিয়ে মূলহোতা আজিমকে গ্রে'ফতার করেছে।

Back to top button