এবার ফাইনাল খেলার সময় হয়েছে: ভিপি নুর
বিজয় দিবসে দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ, যুবলীগের হা'মলার ঘটনায় সংশ্লিষ্টদের গ্রে'ফতারের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ।
রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে শুক্রবার সন্ধ্যায় ‘মোমবাতি প্রজ্বালন’ কর্মসূচিতে এ দাবি জানানো হয়। এতে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।
তিনি বলেন, ‘বেলা অনেক গড়িয়েছে, জল অনেক গড়িয়েছে, এবার ফাইনাল খেলার সময় হয়েছে। কে আ'ন্দোলনের ডাক দিচ্ছে, কে নেতৃত্ব দিচ্ছে সেটা আমাদের মুখ্য বিষয় নয়। আগামীতে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটাধিকারের আ'ন্দোলনের জন্য যারা যে ব্যানারে ডাক দেবে, যে যেখানে আছেন সেখান থেকে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলেও এই মাফিয়াদের হটিয়ে এ দেশের মানুষকে মুক্ত করতে হবে। মুক্তিযু'দ্ধের চেতনার সাম্য, মানবিক ম'র্যাদার বাস্তবায়ন করতে হবে।’
নুরুল হক বলেন, ‘আজকে সারা বিশ্ব থেকে নিষেধাজ্ঞা আসছে, তার মানে কি? এই মাফিয়ারা এখন বিশ্ব নিগৃহীত। দেশের আইনশৃঙ্খলা বাহিনী আজকে এদের কারণে ভাবমূর্তির সংকটে পড়েছে। পু'লিশ প্রধান, র্যা'ব প্রধানসহ ঊর্ধ্বতন সাত কর্মক'র্তার ওপর যে নিষেধাজ্ঞা এল, এই নিষেধাজ্ঞা কি তাদের পারিবারিক কারণে এসেছে? তাদের ব্যক্তিগত কারণে এসেছে? এসেছে এই বিনা ভোটের মাফিয়া সরকারের গদি টেকানোর জন্য মানবাধিকার লঙ্ঘন করেছে সে কারণে।’