সিলেটে বি'ক্ষোভের ডাক বিএনপির
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তাঁকে বিদেশে পাঠানোর আ'ন্দোলনকে দমন করা যাবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইস'লাম আলমগীর। তার অ'ভিযোগ, হবিগঞ্জে বিনা উসকানিতে পু'লিশ শান্তিপূর্ণ সমাবেশে হা'মলা করেছে। পু'লিশ গু'লিবর্ষণও করেছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইস'লাম এসব কথা বলেন।
এ সময় তিনি হবিগঞ্জে গু'লিবর্ষণ করে নেতা-কর্মীদের আ'হত করার প্রতিবাদ করেন। সেই সঙ্গে আগামীকাল শুক্রবার সিলেট বিভাগের সব উপজে'লায় এবং শনিবার সব জে'লায় বি'ক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।
‘হবিগঞ্জে যে গু'লিবর্ষণ হয়েছে, এর মূল কারণটাই ছিল হবিগঞ্জে বিএনপির একটা শক্তিশালী জায়গা আছে। সেখানকার বিএনপির নেতারা বরাবরই প্রমাণ করেছেন, সেখানে শক্তিশালী একটা সংগঠন আছে। সে জন্য এ জায়গায় তারা আ'ঘাত করেছে। পু'লিশ বিনা উসকানিতে নির্বিচারে গু'লিবর্ষণ করেছে’, বলেন ফখরুল।
‘পু'লিশের নির্বিচারে লা'ঠিপে'টায় বিএনপির ৩০০ নেতা-কর্মী আ'হত হয়েছেন। এর মধ্যে হবিগঞ্জের জে'লা যুবদলের যুগ্ম সম্পাদক শফিকুর ইস'লাম, জে'লা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহসান, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান ছাড়াও আবদুল মতিন, শেখ রাসেল, গোলাম বাকী' চৌধুরী, মানিক মিয়া, তৌহিদুর রহমান, বেলাল আহমেদ, আসিফুল ইস'লাম, মুজাক্কির ইমন, গৌর চন্দ্র দাশ, মোশায়েদ আলম উল্লেখযোগ্য। এর মধ্যে ১০ জনের অবস্থা আশ'ঙ্কাজনক। সাইদুর রহমানের চোখ নষ্ট হয়ে গেছে। ’