৩ দফা দাবিতে গণভবন অ'ভিমুখে সোহেল তাজের পদযাত্রা
৩ দফা দাবি নিয়ে পায়ে হেঁটে গণভবন অ'ভিমুখে পদযাত্রা শুরু করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
রোববার (১০ এপ্রিল) বিকাল ৪টায় সংসদ ভবনের সামনে (মানিক মিয়া অ্যাভিনিউ) থেকে গণভবনের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।
সোহেল তাজের দাবি তিনটি হলো:
১. ১০ এপ্রিল প্রথম বাংলাদেশ সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশ সরকার গঠনের দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করতে হবে।
২. ৩ নভেম্বর জে'লহ'ত্যা দিবসকে জাতীয় শোক দিবস ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে।
৩. জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযু'দ্ধের সব বেসাম'রিক ও সাম'রিক সংগঠক, পরিচালক, অম'র শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযু'দ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ ম'র্যাদা ও গুরুত্বের সাথে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভূক্ত করতে হবে।