চাকরি পেতে আর বাধা নেই সেই আসপিয়ার
বরিশাল জে'লা পু'লিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় মেধা তালিকায় পঞ্চ'ম হওয়া আসপিয়া ইস'লাম কাজলের চাকরির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল জে'লা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া স্যার শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে ফোন দেন। তিনি বলেন, আসপিয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে। আসপিয়া যাতে কনস্টেবল পদে চাকরি পেতে পারে সেজন্য সরকারি জমিতে ঘর নির্মাণ করে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
জে'লা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে আসপিয়ার জন্য জমির স্থান নির্ধারণ করতে হিজলার ইউএনওকে বলা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আসপিয়ার জন্য ঘর নির্মাণ সম্ভব হবে।
এদিকে পু'লিশের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, আসপিয়া ইস'লাম কাজল যাতে পু'লিশ কনস্টবল পদে চাকরি পেতে পারেন সেজন্য ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে।
বরিশাল জে'লা পু'লিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কমিটির সভাপতি জে'লা পু'লিশ সুপার মো. মা'রুফ হোসেন বলেন, ‘পু'লিশ কনস্টেবল পদে আসপিয়ার নিয়োগ বাতিল করা হয়নি। নিয়োগ আবেদনে তার স্থায়ী ঠিকানা ভুল উল্লেখ ছিল। বিষয়টি ভেরিফিকেশনে উঠে আসে। তবে তার চাকরি হবে না, এটা কখনো বলা হয়নি। আসপিয়া যেন এ কারণে নিয়োগবঞ্চিত না হন, সেজন্য নিয়মের মধ্যে থেকে করণীয় স'ম্পর্কে ভাবা হচ্ছে।
প্রসঙ্গত, পু'লিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে বরিশাল জে'লায় ১০ সেপ্টেম্বর বি'জ্ঞপ্তি প্রকাশ করে পু'লিশ সদর দফতর। ওই বি'জ্ঞপ্তিতে বরিশাল জে'লা থেকে টিআরসি পদে ৭ জন নারী ও ৪১ জন পুরুষ নেয়ার কথা উল্লেখ করা হয়। বি'জ্ঞপ্তি অনুযায়ী হিজলা থেকে অনলাইনে আবেদন করেন আসপিয়া ইস'লাম। ১৪, ১৫ ও ১৬ নভেম্বর বরিশাল জে'লা পু'লিশ লাইন্সে অনুষ্ঠিত শারীরিক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৭ নভেম্বর লিখিত পরীক্ষায় অংশ নেন তিনি। ২৩ নভেম্বর প্রকাশিত লিখিত পরীক্ষার ফলাফলেও কৃতকার্য হন। ২৪ নভেম্বর পু'লিশ লাইনসে মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে মেধা তালিকায় পঞ্চ'ম হন আসপিয়া।
২৬ নভেম্বর পু'লিশ লাইনসে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পু'লিশ হাসপাতা'লে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখানে কৃতকার্য হন আসপিয়া। তবে চূড়ান্ত নিয়োগের আগে পু'লিশ ভেরিফিকেশনে নিয়োগ থেকে ছিট'কে পড়েন তিনি। কারণ তিনি বরিশাল জে'লার স্থায়ী বাসিন্দা নন। এই নিয়োগ পাওয়ার অন্যতম শর্ত ছিলো জে'লার স্থায়ী বাসিন্দা হতে হবে। বুধবার (৮ ডিসেম্বর) হিজলা থা'নার এসআই মো. আব্বাস ভেরিফিকেশনে আসপিয়া বরিশাল জে'লার স্থায়ী বাসিন্দা নয় উল্লেখ করে প্রতিবেদন জমা দেন।