দুইবার চি'ৎকার করি, এরপর মুখ বাইন্ধা ফেলে: সেই নারীর মুখে লোমহর্ষক বর্ণনা

জিয়া গেস্ট ইন হোটেলের সিসিটিভি ফুটেজের দৃশ্য ও ভুক্তভোগী নারী

রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থেকে কক্সবাজার বেড়াতে এসে সংঘবদ্ধ ধ'র্ষণের শিকার হয়েছেন এক নারী। তিনি জানান, স্বামী-সন্তানকে জি'ম্মি করে হ'ত্যার ভ'য় দেখিয়ে তাকে ধ'র্ষণ করেন তিন যুবক। খবর পেয়ে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন নামের হোটেলের একটি কক্ষ থেকে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে উ'দ্ধার করে র‌্যা'­ব-১৫।

ভুক্তভোগী ওই নারী বলেন, ‘আমা'র স্বামী হাতে পায়ে ধরে মাফ চাইছে। কারণ আমা'র স্বামী অ'তটা চালাক চতুর না সরল সোজা মানুষ। আমা'র স্বামী কইছে ভাই আম'রা অন্য জাইগা থিকা আইছি আমা'রে মাফ কই'রা দেন। তার ৫ মিনিট পর একটি সিএনজি নিয়া আইসা তারা আমা'রে টাইনা উঠায়ে ফেলাইছে। তখন বাস থিকা অনেকগুলা লোক নামছে। দুইবার চি'ৎকার করছি। করার সময় একজন মুখ ধরছে আরেকজন হাত ধরছে, তারপরে মুখ বাইন্ধা ফেলছে। তারপর ভাঙ্গচো'রা রাস্তা দিয়া চিপাচাপার মধ্য নিয়া গিয়ে তিনজন আমা'রে রেপ করছে।’

এরপর তাকে নেওয়া হয় জিয়া গেস্ট ইন নামে একটি হোটেলে। সেখানে ইয়াবা সেবনের পর আরেক দফা তাকে ধ'র্ষণ করেন ওই তিন যুবক। ঘটনা কাউকে জানালে সন্তান ও স্বামীকে হ'ত্যা করা হবে জানিয়ে রুম বাইরে থেকে বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করেন তারা। ওই নারী আরো জানান, জিয়া গেস্ট ইনের তৃতীয় তলার জানালা দিয়ে এক যুবকের সহায়তায় কক্ষের দরজা খোলেন তিনি। তারপর ফোন দেন ৯৯৯-এ। পু'লিশ তাকে থা'নায় সাধারণ ডায়রি করার পরাম'র্শ দেয়। পরে তাদের র‌্যা'­ব উ'দ্ধার করে।

এদিকে এ ঘটনায় হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দুজনকে শনাক্ত করা হয়েছে। শনাক্ত দুই যুবক হলেন- কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার আশিকুল ইস'লাম ও আব্দুল জব্বার জয়া। আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি। আশিক চার মাস আগে জে'ল থেকে ছাড়া পেয়েছেন। তিনি ছিনতাই, মা'দকসহ একাধিক মা'মলার আ'সামি। আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

Back to top button