রাজধানীতে রোজাদারদের জন্য ২০০ টাকার খাবারের প্যাকেজ ১৯৯ টাকা!
রহমত, বরকত, মাগফেরাত ও নাজাতের মাস রমজান। ধ'র্মপ্রা'ণ মু'সলিম'রা রমজান মাসে সেহরি ও ইফতার অ'ত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করেন। মু'সলিম সম্প্রদায়ের কাছে অ'ত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে সেহেরি ও ইফতারে ‘বিশেষ ছাড়’ দিয়েছে রাজধানীর একটি রেস্টুরেন্ট।
অষ্ট ব্যঞ্জন নামে রাজধানীর পান্থপথে অবস্থিত এই রেস্টুরেন্টটি রোজাদারদের উদ্দেশ্য করে তাদের ফেসবুক পেজে গতকাল মঙ্গলবার দুপুরে একটি অফার দিয়েছে। অফারে তারা লিখেছে- ‘সারাদিন ক'ষ্ট করে রোজা রাখা ভাই বোনদের সম্মানার্থে ভাই'রাল খিচুড়ি প্যাকেজ ২০০ টাকার পরিবর্তে পাবেন ১৯৯ টাকায়! শুধু মাত্র রোজাদার ভাই বোনদের জন্য।’
রেস্টুরেন্টটির ফেসবুক পেজে রোজাদারদের জন্য ১ টাকা ছাড়ের এই পোস্টটি দেওয়ার পরেই তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ অফারটিকে মজার ছলে নিলেও অনেকে এর সমালোচনা করে পোস্টের নিচে কমেন্ট করেছেন।
রুনা বিনতে আমিন নামে একজন কমেন্টে লিখেছেন, ‘আপনাদের অনেক দয়া। এই রোজার দিনে আপনাদের মতো মানুষদের মানুষের পাশে দরকার। অসংখ্য ধন্যবাদ এতো বড় ডিস্কাউন্টের জন্য। আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন।’
আমিনুর নামে একজন লিখেছেন, ‘আপনাদের ভাই'রাল হওয়ার উদ্দেশ্য সফল হয়েছে। আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক।’