দুইদিক থেকেই আসছিল ট্রেন, কা'টা পড়লেন প্রধান শিক্ষকসহ তিনজন
নাটোর রেলওয়ে স্টেশনের অদূরে নারায়ণপুর এলাকায় ট্রেনে কা'টা পড়ে এক নারীসহ তিনজন প্রা'ণ হারিয়েছেন। আজ শনিবার (৩১ ডিসেম্বর) দুপর ১টার দিকে লালপুর উপজে'লার গোপালপুর পৌর এলাকার ঘটনা ঘটে।
দুর্ঘ'টনায় নি'হতরা হলেন- নারায়ণপুর গ্রামের মনজুরর রহমানের স্ত্রী' সাথী খাতুন (৩২), একই গ্রামের মৃ'ত পাঁচু শেখের ছে'লে জমির উদ্দিন (৭০) এবং সাহাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, নি'হত তিনজনই রেল লাইন দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। তাদের সামনের দিক থেকে মালগাড়ী আসায় (আব্দুলপুর-ঈশ্বরদী) পাশের লাইন দিয়ে হাঁটছিলেন। অ'পরদিকে পেছন দিক থেকে আসা টুঙ্গিপাড়া থেকে রাজশাহী গামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনে কা'টা পড়েন তারা। খবর পেয়ে নি'হতের স্বজনরা তাদের ম'রদেহ নিয়ে যায়।
সম্প্রতি সাময়িক ভাবে বন্ধ হওয়া আজিমনগর রেলওয়ে স্টেশনের দায়িত্বে থাকা পোটার আবু রায়হান ও ঈশ্বরদী রেলওয়ে থা'নার ভা'রপ্রাপ্ত কর্মক'র্তা (ওসি) মিহির রঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লালপুর থা'নার ভা'রপ্রাপ্ত কর্মক'র্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান জানান, পু'লিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেছে। বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে পু'লিশকে জানানো হয়েছে।