ট্রাকের ধাক্কায় পু'লিশের এএসআই নি'হত
নওগাঁর পত্মীতলায় ট্রাকচাপায় রুহুল আমিন (৩৩) নামে এক উপপু'লিশ পরিদর্শক (এএসআই) নি'হত হয়েছেন।শনিবার (৩১ ডিসেম্বর) রাত ১১টার দিকে নজিপুর-সাপাহার সড়কের কুন্সিপুকুর এলাকায় এ দুর্ঘ'টনা ঘটে।রুহুল আমিন পত্নীতলা থা'নায় কর্ম'রত ছিলেন।
পত্নীতলা থা'নার ভা'রপ্রাপ্ত কর্মক'র্তা (ওসি) পলা'শ চন্দ্র দেব জানান, শনিবার রাতে ডিউটি শেষে উপজে'লার মধুইল বাজার থেকে মোটরসাইকেলযোগে থা'নার দিকে আসছিলেন রুহুল।
পথে নজিপুর-সাপাহার সড়কের কুন্সিপুকুর এলাকায় একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিট'কে পড়ে গুরুতর আ'হত হয় রুহুল আমিন। পরে তাকে উ'দ্ধার করে হাসপাতা'লে নেওয়ার পথে মৃ'ত্যু হয়।
ওসি আরও জানান, ম'রদেহ ময়নাত'দন্তের জন্য সদর নওগাঁ হাসপাতা'লে পাঠানো হয়েছে। ময়নাত'দন্ত শেষে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিবারের কাছে ম'রদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থা'নায় একটি মা'মলার প্রস্তুতি চলছে।