৮ বছরের চেষ্টায় বিমান বানালেন পঞ্চ'ম শ্রেণী পাস যুবক!
সোশ্যাল মিডিয়ায় এখন আশ্চর্যজনক ঘটনা দিলেই ভাই'রাল হয়ে যায়। সেটা নাচ, গান, মাছ ধ'রা, সাপ ধ'রা কিংবা অশ্লীল ভিডিও হতে পারে।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মাছের এমন একটি ভিডিও ভাই'রাল হয়েছে, যেটি ব্যাপক সাড়া ফেলেছে। প্রশংসা করছেন নেটিজনরাও। ভিডিওতে দেখা যাচ্ছে পুকুরে জাল টান দিতেই উঠে এলো মাছের ঝাক।
ভিডিওটি তুমুল ভাই'রাল হয়ে যায়।নিজের হাতে ধ'রা মাছ গুলো খেতে আরো বেশি মজা লাগে। অনেকেই শখের বসে মাছ ধরে। অনেকেই আবার মাছ ধ'রাকে তাদের জীবন ও জীবিকার অন্যতম মাধ্যম হিসেবে নিয়েছে। কেউ কেউ আবার পরিবার ,স্থানীয় চাহিদা মিটিয়ে মাছ অন্য কোথাও রপ্তানি করে।
এভাবে যারা মাছ চাষ করেন তারা বিপুল পরিমাণ মাছ চাষ করেন। এরা বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষ করেন । এসব এর জন্য তারা পুকুরে মাছ পালন করেন। এর জন্য আলাদা যত্নের দরকার হয়।অনেকই অবার পারিবারিক পুকুরে মাছ চাষ করেন। যাতে পরিবারের চাহিদা মেটানো যায় একইসাথে মাঝে মাঝে মাছ ধ'রা যায় শখের বসে। প্রতিনিয়ত নতুন নতুন টেকনোলজি আসছে আমাদের মাঝে ।
নতুন এই প্রযু'ক্তি থেকে আমাদের যেমন উপরকার হচ্ছে তেমনি নানান বিষয় গুলো আম'রা জানতে পারছি। যেকোনো বিষয় জানতে ও সেটি কিভাবে কাজ করে এসব আম'রা সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারি। এছাড়াও কোনো বিষয় স'ম্পর্কে মানুষের ভিন্ন ভিন্ন মন্তব্য গুলো আম'রা এখানেই দেখতে পাই।মানুষ তাদের কাজের জন্য আ'লোচিত বা সমালোচিত এখানেই হয়ে থাকে।
তেমনি মানুষের কাজের পাশাপাশি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নিয়েছে বিভিন্ন ধরনের মাছ ধ'রার পদ্ধতি গুলো।এগুলো পদ্ধতি মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠে ও প্রচুর প্রশংসা পায়। এমনি একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাই'রাল হয়। সেখানে দেখা যায় একটি পুকুরে মাছ ধ'রার ভিডিও । সেখানে হাতের সাহায্যে মাছ ধ'রা হচ্ছিলো ।
যা অল্প সময়ের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দেয়।যা মানুষের কাছে প্রচুর পজিটিভ মন্তব্য পায়। প্রচুর মানুষ এভাবে মাছ ধ'রার পদ্ধতি টিকে এর আগে দেখেনি বলে জানায়। ভিডিওটিতে দেখা যায়, একটি পুকুরে মাছ ধ'রার দৃশ্য।পুকুরে একজন লোক জাল দিয়ে মাছ ধরছেন। পুকুরের পাড়ে যে ভাঙ্গা অংশ গুলো আছে মাছেরা সেখানে দিয়ে আশ্রয় নিয়েছে। সেই কারণে লোকটি ওই সকল জায়গা দিয়ে মাছ ধরছিলো।
প্রত্যেক বার বড়ো বড় দেশী মাছ যেমন চিতল,পাঙ্গাশ ,আরো অন্যান্য ছোট মাছ গুলো ধ'রা পড়ছিল।যা দেখতে অনেক মজাদার ছিলো। এভাবে পুরো পুকুর ঘুরে লোকটি মাছ ধরছিলো। বড়ো জাল ব্যবহার না করে ছোট জাল ব্যবহার করছিলো।এভাবে মাছ ধরতে সাহস আর ধর্জো দুইটাই দরকার হয়।অনেকেই এভাবে মাছ ধ'রা দেখে আনন্দে অনেক রকমের মজাদার মন্তব্য করেন যা ছিল দেখার মত।
আসলেই যখন গ্রামীণ পদ্ধতিতে মাছ ধরে আর সেটি আমাদের শৈশবের সাথে মিলে যায় সেটি দেখতে আম'রা বেশি আনন্দ লাভ করি।