বাবাকে শেষবারের মতো দেখতে দুই শি'শু সন্তানের আকুতি
সৌদি আরবে ৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক বাংলাদেশি যুবকের মৃ'ত্যু হয়েছে। নি'হত যুবকের নাম রাশেদ মামুন (২৯)। তিনি কক্সবাজারের রামু উপজে'লার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামের আশরাফজামানের ছে'লে। গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৪টায় সৌদি আরবের ম'ক্কা নগরীতে এ দুর্ঘ'টনা ঘটে।
আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে মামুনের ম'রদেহ দেশে ফেরত আনতে নির্বাহী কর্মক'র্তার কাছে একটি লিখিত আবেদন পাঠানো হয়েছে।মৃ'ত মামুন দুই সন্তানের জনক। এদিকে বাবাকে শেষবারের মতো দেখার আকুতি জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন মৃ'ত মামুনের দুই শি'শু ওয়ারিশা আওয়াদ ইউহি (৯) ও আশফাক জামান ইলহাম (৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, মামুন মঙ্গলবার সৌদি আরবে নির্মাণাধীন ৩ তলা ভবনের কাজ শেষ করে মালিককে বুঝিয়ে দিচ্ছিলেন। ছাদ পরিমাপকালে অসাবধানতাবশত পা পিছলে ৩ তলার ছাদ থেকে নিচে পড়ে যান। এতে মা'থা ও শরীরে গুরুতর জ'খম। পরে হাসপাতা'লে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃ'ত ঘোষণা করেন।পারিবারিক সূত্রে জানা গেছে, মামুন দীর্ঘ ৮/৯ বছর ধরে জীবিকার তাগিদে সৌদি আরবে ছিলেন। মৃ'ত্যুকালে তিনি এক ছে'লে এক মে'য়ে, মা-বাবা, ভাই-বোন রেখে গেছেন। তার মৃ'ত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
মামুনের নিকটাত্মীয় গো'লাম মোস্তফা বাবুল জানিয়েছেন, ম'রদেহ দেশে আনার বিষয়ে দুই শি'শু সন্তানের বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। উপজে'লার ফঁতেখারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইস'লাম ভুট্টোর জানান, সৌদি প্রবাসী মামুনের মৃ'ত্যুর খবর শুনেছি। আজ সকালেও তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তার ম'রদেহ দেশে ফেরত আনার জন্য নির্বাহী কর্মক'র্তার কাছে একটি লিখিত আবেদনও করেছি।