জঙ্গলে সাপ ধরতে এসে চরম বিপদে সাপু'ড়ে। সাপু'ড়ে কে নাস্তানাবুদ করে ছেড়ে দিলে জঙ্গলের দুই কিং কোবরা। যা ইন্টারনেটে তুমুল ভাই'রাল ভিডিও
আম'রা সকলেই জানি সাপ একটি ভয়ঙ্কর প্রা'ণী। সাপের কামড়ে মানুষ মা'রা যায়। পৃথিবীতে এমন অনেক সাপ আছে যারা অ'ত্যন্ত ভ'য়ংকর। তারা কোন প্রা'ণীকে ছাড় দেয়না। সকল প্রা'ণীকে ছোবলে সাথে মে'রে ফেলে আবার পৃথিবীতে এমন কিছু সাপ আছে যারা শান্ত স্বভাবের। বড় অজগর সাপ কে আম'রা অ্যানাকন্ডা হিসেবে চিনে থাকি।
অ্যানাকন্ডা সাপ আস্ত মানুষ গিলে ফেলতে পারে।তবে ভেবে দেখু'ন আমাদের জন্য সাপ কতটা ভয়ঙ্কর।গ্রামের মানুষদের বসবাস করার ঘরে হরহামেশাই গ্রামের ঘরে যে কোন জায়গায় লুকিয়ে পড়ে। বর্ষাকালে এই ধরনের সাপের উপদ্রব বেশি বেড়ে যায়। আর বর্ষার পানি যখন নেমে যায় তখন তারা গ্রামে বিভিন্ন ঘরে আশ্রয় নেয়।
তারা গ্রামের ঘরগুলোতে লুকিয়ে থাকে আর অযথাই মানুষকে ভয় দেখায়। বেশিরভাগ সময় রান্না ঘরের কোনায় এবং গোয়াল ঘরে থাকে।এই পৃথিবীতে বহুজাতি প্রা'ণী আছে। একেক রকম প্রা'ণীর বৈশিষ্ট্য একেক রকম। জলজ প্রা'ণী কিছু স্থলজ প্রা'ণী এবং কিছু পাখি আকাশে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। তবে একেক প্রা'ণী ধ'র্ম একেক রকম। জলজ প্রা'ণী জলে বাস করে অথচ প্রা'ণী জলে বাস করে।
কিন্তু যেসব প্রা'ণী আকাশে স্বাধীনভাবে উড়ে বেড়ায় সেই সব প্রা'ণি কিন্তু গাছের উপরে বাসা বেঁধে থাকে।পৃথিবীতে কিছু প্রা'ণী আছে গৃহপালিত আবার কিছু প্রা'ণী আছে খুবই ভয়ঙ্কর। বর্তমানে ভয়ংকর কিছু প্রা'ণী মানুষ গৃহপালিত পশু হিসেবে পালন করে। তবে ওরা বড় হয়ে যেন মালিকের ছোবল মা'রে।তাদের মধ্যে সাপ অন্যতম।এমন কিছু দেশ আছে যেখানে সাপের সাথে মানুষের বসবাস।
আ'মেরিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল ইত্যাদি এসব দেশের মানুষ সাপ পুষে বড় করছে। এ যেন সাপ তাদের নিত্যদিনের সঙ্গী। তবে এসব গুলো খুব বড় জাতের সাপ হয় যেমন পাইথন।এশিয়া মহাদেশের সবগুলো বেশিরভাগ বিষধর সাপ হয়। এশিয়া মহাদেশে মানুষ সাপ পুষে এমনটা যেন আশ্চর্য।এই এশিয়া মহাদেশের গ্রামগুলোতে সাপ যেন মানুষের ঘরে ঢুকে মানুষকে নিত্য নতুন ভাবে ভয় দেখিয়ে থাকে।
সাপকে সবাই ভয় পায় কারণ তাদের ছোবলে মানুষ মা'রা যাবে এটাই স্বাভাবিক।পৃথিবীতে এমন কিছু সাপ আছে যাদের এক ছোবলেই মানুষের মৃ'ত্যু নির্ঘাত।আবার এমন কিছু সাপ আছে যাদের বিষে কোন কাজ হয়না। আবার এমন কিছু সাপ আছে তাদের ছোবল মা'রতে হয় না তাদের লেগে থাকা বিষ দিয়ে মানুষকে কুপোকাত করে ফেলে আজ আপনাদের একটি জনপ্রিয় ভাই'রাল হওয়া ভিডিও স'ম্পর্কে বলবো।
ভিডিওতে দুইটি কোবরা সাপ কে উ'দ্ধার করলো এক সাপু'ড়ে।ভা'রতের উত্তর প্রদেশে এলাকার একটি গ্রামের জঙ্গল থেকে ঢুকে পড়ে দুই কিং কোবরা সাপ।সাথে সাথে সাপু'ড়ে কে খবর দিলে সে এসে সাপগুলোকে স্বীকার করতে অনেকটা বি'ধ্বস্ত হয়ে পরে।কিং কোবরা দুটি তাকে নাস্তানাবুদ করে ছেড়ে দেয়।