খালের মুখে ভেসে উঠল বিশাল বড় এক মাছ। অ'ভিনব কায়দা করে কোচ ছুড়তেই শিকার বনে গেল মাছটি। মুহূর্তেই বদলে গেল যুবকের ভাগ্য। তুমুল ভাই'রাল ভিডিওটি!

মাছ ধরতে কম বেশি সবাই পছন্দ করে। মাছ ধ'রার জন্য মানুষে অনেক টাকাও প্রয়োজনে খরচ করে থাকে। কেননা মাছ ধ'রা একটি বিশাল আনন্দের বিষয়। আমাদের দেশে অনেক বড় বড় খাল বিল নদী নালা রয়েছে,

যেখানে সারা বছর পানি থাকে না বর্ষার মৌসুম হলে সেখানে পানি জমে এবং বর্ষার মৌসুমে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। ওই সব জায়গায় বর্ষাকালে ছোট থেকে সব ধরনের বড় মাছ পাওয়া যায়। গ্রামের সবাই মাছধ'রা আনন্দে তখন মেতে উঠে। ছোট থেকে বড় সবাই সে আনন্দ ভাগ করে নেয়। মাছ আমাদের খাদ্যের চাহিদা মেটায়। বিভিন্ন পুষ্টির যোগান দেয়। মাছ খেতে আম'রা সবাই পছন্দ করি। মাছ ছাড়া বাঙালির জীবন চলে না। আমাদের দেশে প্রচুর জে'লে রয়েছে। যারা এ মাছ ধ'রার উপর সংসার পরিচালনা করে। তাই বলাই যায় মাছ ধ'রা অনেকের শখ অনেকেরই পেশা।মাছ ধ'রার মতো মজার বিষয় আর নাই। মাছ ধ'রা আর মাছ ধরতে দেখা উভ'য়ই আনন্দের বিষয়।মাছে-ভাতে বাঙালির জীবন,

সেই মাছ যখন হারিয়ে যাচ্ছে তখন দেশের খাল-বিল, নদী-নালা, হাওর-বাওরে মাছ ধ'রার উৎসবের কথা অনেকটাই রূপকথার গল্পের মতো।গ্রাম বাংলার জনপদে নানাভাবে মাছ ধ'রার পদ্ধতি প্রচলিত রয়েছে।যা আবহমান বাংলার দীর্ঘদিনের লালিত সংস্কৃতি ও ঐতিহ্যের স্মা'রক বহন করে। কিন্তু এ সংস্কৃতি এখন প্রায় বিলুপ্তির পথে।

যতই দিন যাচ্ছে ততই গ্রাম থেকে মাছ ধ'রা উৎসবটি হারিয়ে যাচ্ছে। গ্রাম বাংলার উৎসব গু'লির মধ্যে অন্যতম হলো পোলো দিয়ে মাছ ধ'রা। কোচ , বিভিন্ন ধরনের জাল আরো অনেক ধরনের সরঞ্জাম দিয়ে মাছ ধরতে দেখা যেত।নতুন প্রজন্মের অনেক ছে'লেরা পলো বাওয়া উৎসব কি সেটা বুঝে না। তবে কিছু কিছু অঞ্চল এখনো সেই উৎসবটি ধরে রেখেছেন। মাঝেমধ্যে ইন্টারনেটে দেখা মিলে সেই সব অঞ্চলের।

এবং সেই ভিডিওগুলো মুহূর্তেই ছড়িয়ে পড়ে দেশান্তরে।যা দেখে অনেক মানুষই আবার আফসোস করে ইস আমি যদি এভাবে মাছ ধরতে পারতাম।অনেক জায়গায় মাছ ধ'রা দেখতে ভিড় জমে যায়।প্রাচীন কাল থেকেই মানুষ খাদ্য ও আমিষের চাহিদা পূরণ করতে অন্যতম পরিপূরক হিসেবে মাছ শিকার করে খেয়ে আসছে। মাছ অ'তি সহ'জ লভ্য ও পুষ্টির এমন একটি ভান্ডার।

মাছ ধ'রা কে না পছন্দ করে কারো কারো প্রিয় হলো মাছ ধ'রা বিনা পুঁজির বিনা পুঁজির মাছ ধরে অধিক লাভবান হওয়া যায়।আমাদের দেশে সমুদ্রে যেমন মাছ আছে তেমনি পুকুর,খাল,বিল সব জাগায় মাছ পাওয়া যায়।যখন গ্রামের পুকুরে মাছ ধ'রা হয় তখন সেখানে অনেক মানুষ তা দেখার জন্য আসে। পুকুরের পাশে মাছ ধ'রা দেখার জন্য লোকের ভির জমে যায়।

অনেক দূর থেকে দেখার জন্য লোক আসে।পুকুরে অনেক বড় বড় মাছ পাওয়া যায়।সেই মাছ মানুষ উৎসব মুখুর ভাবে সবাই এক সাথে ধরে থাকে।এবং আনন্দে চি'ৎকার করে।কিছুদিন আগে ইন্টারনেট এক ভিডিও ভাই'রাল হয়। সেখানে এক যুবককে দেখা যায় যে লোহার তৈরি কোচ নিজে তৈরি করে বাড়ির পাশের খালের মধ্যে ব'ন্যার পানিতে মাছ ভেসে উঠলে ওই কোচ ছুড়ে ফেলতে শিকার বনে যায় মাছটি।

এই ছোট্ট একটি খোঁজ দিয়ে এত বড় বিশাল মাছ ধরতে পারা তা প্রথমে বিশ্বা'স করা যায়নি। কিন্তু ছে'লেটি তা ধরে দেখিয়ে দিয়েছে। তার সাথে অনেক আরো ছোট ছোট মাছ ধরেছে।যুবকের এই মাছ ধ'রার ভিডিওটি কেউ একজন ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দিলে অনেক ভিউ হয়ে যায়।

Back to top button