সড়কে প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন মা, এগিয়ে এলেন সার্জেন্ট মোর্শেদা

রাজধানীর ব্যস্ততম সড়ক গুলোর মধ্যে নতুন বাজার অন্যতম। রাস্তায় হঠাৎ প্রসব বেদনা ওঠে এক নারীর। ঢাকা মহনগর পু'লিশের গুলশান বিভাগের ট্রাফিক সার্জেন্ট মোর্শেদার সহায়তায় বাড্ডার নতুন বাজারের ফুটপাথে সন্তান প্রসব করেছেন এক মা।

বর্তমানে ফুটফুটে শি'শু সন্তান ও মা দু’জনেই সুস্থ আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি এখন ভাই'রাল। নেটিজেনদের ‘মানবিক’ পু'লিশ সার্জেন্ট হিসেবে বাহবা পাচ্ছেন মোর্শেদা। পু'লিশের ঊর্ধ্বতন কর্মক'র্তাদের পক্ষ থেকেও সাধুবাদ পাচ্ছেন সার্জেন্ট মোর্শেদা ও কনস্টেবল তানিয়া।

শুধু তাই নয়, সন্তান জন্ম নেওয়ার পর নাড়ি কা'টা নিয়ে জটিলতা দেখা দিলে এই সার্জেন্ট হাসপাতা'লে যোগাযোগ করেন। এরপর ওই নারীকে সন্তানসহ চিকিৎসার জন্য হাসপাতা'লে পাঠান।শুক্রবার (১০ মা'র্চ) বিকেলে রাজধানীর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পু'লিশের গুলশান ট্রাফিক বিভাগের অ'তিরিক্ত উপ-পু'লিশ কমিশনার (এডিসি) হাফিজুর রহমান রিয়েল তার ফেসবুক আইডিতে কয়েকটি ছবিসহ এমন তথ্য পোস্ট করেন। মুহূর্তেই তা ভাই'রাল হয়ে যায়। একজন মায়ের পাশে এভাবে ছুটে যাওয়ার জন্য সার্জেন্ট মোর্শেদাকে ধন্যবাদ জানিয়েছেন সবাই।

এডিসি হাফিজুর রহমান রিয়েল তার পোস্টে লিখেছেন, ‘প্রতিদিনের মতো ট্রাফিক ডিউটি করছিলেন সার্জেন্ট মোর্শেদা। দায়িত্বরত অবস্থায় ঢাকার চাকা পরিবহন কাউন্টারের একজন স্টাফ তাকে বলেন, পাশেই একজন নারী অ'সুস্থ হয়ে পড়েছেন।’

‘এ কথা শোনার পর একটুও দেরি না করে তিনি দ্রুত ট্রাফিক কনস্টেবল তানিয়াকে সঙ্গে নিয়ে ফুটওভা'র ব্রিজ পার হয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখতে পান, সেই নারীর প্রসব ব্যথা উঠেছে। তিনি অসহ্য যন্ত্র'ণা নিয়ে রাস্তার পাশে মাটিতে শুয়ে কাতরাচ্ছেন।’

এ বিষয়ে সার্জেন্ট মোর্শেদা বলেন, আমি সড়কের যানজট কমানো নিয়ে ব্যস্ত ছিলাম। এর মধ্যে এক ব্যক্তি এসে জানান নতুন বাজারে ফুটওভা'র ব্রিজের নিচে একজন নারী অ'সুস্থ হয়ে পড়ে আছেন। আমি দ্রুত ফুটওভা'র ব্রিজ পার হয়ে তার কাছে যাই। যাওয়ার পর তাকে আগলে ধরি। এক পথচারী নারীকে সহায়তা করতে অনুরোধ করি। অল্প সময়ের মধ্যেই সন্তান প্রসব হয়।

তিনি বলেন, পরে আমি অ্যাম্বুলেন্স কল করে পাশের উপশম হেলথ পয়েন্টে পাঠাই। মোটরসাইকেলে চেপে আমিও অ্যাম্বুলেন্সের পেছনে যাই। বর্তমানে মা ও শি'শু দুজনই সুস্থ।

Back to top button