মা'মলা তুলে নিতে ১০ কোটি টাকা চাইলেন জেমস-মাইলস

অনুমতি ছাড়া গান ব্যবহারের অ'ভিযোগে বেসরকারি মোবাইল ফোন কোম্পানি বাংলালিংকের বি'রুদ্ধে করা মা'মলা প্রত্যাহারে ১০ কোটি টাকা দাবি করেছেন বাউল ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস এবং মাইলস ব্যান্ডের মান্নাম আহমেদ ও হামিন আহমেদ।

সোমবার (৫ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইম'রুল কায়েশের আ'দালতে মা'মলার তারিখ ধার্য ছিল। এদিন অন্তর্বর্তীকালীন জামিনে থাকা বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মক'র্তা এরিক অ্যাস, প্রধান কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, প্রধান করপোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান ও হেড অব ভ্যালু অ্যাডেড সার্ভিস অনিক ধর আ'দালতে হাজির হন। তারা আইনজীবীর মাধ্যমে আ'দালতে আত্মসম'র্পণ করে জামিন স্থায়ী করার আবেন করেন।

শুনানিতে তাদের আইনজীবীরা আ'দালতকে বলেন, ‘বাদীপক্ষের সাথে মা'মলা নিয়ে আপসের কথাবার্তা চলছে। তারা ৫ কোটি করে ১০ কোটি টাকা চেয়ে আ'সামিদের চিঠিও দিয়েছে। এ নিয়ে উভ'য়পক্ষ বৈঠকে বসবে। আশা করছি, কিছুদিনের মধ্যে মা'মলা আপস হয়ে যাবে। এমতাবস্থায় আ'সামিদের স্থায়ী জামিনের প্রার্থনা করছি।’

শুনানি শেষে আ'দালত আ'সামিদের স্থায়ী জামিনের আদেশ দেন। আগামী ৫ জানুয়ারি মা'মলার পরবর্তী তারিখ ধার্য করেন আ'দালত।

সংশ্লিষ্ট আ'দালতের অ'তিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমা'র পাল জানান, ‘গত ৩০ তারিখ আ'সামিরা আ'দালতে আত্মসম'র্পণ করে জামিন চাইলে আ'দালত তা মঞ্জুর করেন। ৬ ডিসেম্বর পর্যন্ত তাদের জামিন দেন। এদিন তারা আ'দালতে এসে জামিন স্থায়ীর আবেদন করেন।

আ'সামিপক্ষের আইনজীবীরা বলেছেন, জেমস ও মাইলসের পক্ষ থেকে মা'মলা'টি আপসের জন্য ৫ কোটি করে ১০ কোটি টাকা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। এ নিয়ে দুইপক্ষ বৈঠকেও বসবেন। তাদের আপসের কথাবার্তা চলছে।’

উল্লেখ্য, গত ১০ নভেম্বর বাংলালিংকের ৫ কর্মক'র্তার বি'রুদ্ধে কপিরাইট আইনে জেমস ও মাইলস ব্যান্ডের মান্নাম আহমেদ ও হামিন আহমেদ পৃথক দুটি মা'মলা দায়ের করেন।

মা'মলায় মান্নাম আহমেদ ও হামিন আহমেদ অ'ভিযোগ করেন, তাদের লেখা ও সুর করা ‘নীলা’ ও ‘ফিরিয়ে দাও’ গান দুটি আ'সামিরা বাংলালিংক অনুমতি ছাড়াই ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা আয় করে আসছে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে জেমসও তার গাওয়া ‘দুখিনি দুঃখ করো'না’, ‘জিকির’, ‘লুটপাট’, ‘সুম্মিতা’, ও যার যার ধ'র্ম গান স'ম্পর্কেও একই ধরনের অ'ভিযোগ করেন।

মা'মলার প্রধান ডিজিটাল কর্মক'র্তা সঞ্জয় ভাগাশিয়া বিদেশে চলে গেছেন। তিনি আর দেশে ফিরবেন না বলে বাদীপক্ষ জেনেছে। এজন্য বাদীপক্ষ মা'মলা থেকে তাকে বাদ দিয়েছেন বলে জানান তাপস কুমা'র পাল।

Back to top button